রাজ্য – বাংলাজুড়ে শুরু হয়েছে ঘনঘোর বর্ষা। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় দফায় দফায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার উত্তরভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা থেকে নিম্নচাপ ঘণীভূত হয়েছে। এর জেরেই রাজ্যে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। যদিও মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে, তখন বৃষ্টির দাপট কমবে বলে মনে করা হচ্ছে।
রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তা আগামী তিন দিনের মধ্যে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হবে। প্রথমে এটি ঝাড়খণ্ড এবং পরবর্তীতে ছত্তিশগড়ের দিকে সরবে। পাশাপাশি, দেশের পশ্চিম প্রান্ত থেকে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়ে উত্তরপ্রদেশ অতিক্রম করে বাঁকুড়া, দিঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে মিশেছে। এই নিম্নচাপ এবং অক্ষরেখার মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশে জমেছে ঘন কালো মেঘ।
উত্তরবঙ্গেও সোমবার ও মঙ্গলবার হিমালয় সংলগ্ন জেলাগুলিতে—যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
কলকাতার আকাশও সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন। শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে এবং সারাদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবারও শহরের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানানো হয়েছে।
