নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৩১ ডিসেম্বর, “শরীরে এক বিন্দু রক্ত থাকতে এনআরসি করতে দেব না। কি করবে, রাষ্ট্রপতি শাসন করবে!” পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জল্পনাকে উস্কে দিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে।
এনআরসি ও সিএএ নিয়ে দিনের পর দিন উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি থেকে দেশ। এই দুয়ের প্রতিবাদের মঙ্গলবার বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরের ব্লক মাঠে একটি মহিলা সম্মেলনের আয়োজন করে তৃণমূল। যে সভায় বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় সরকারকে এনআরসি ও সিএএ নিয়ে ক্ষুরধার আক্রমণ করেন। প্রথম থেকেই তিনি বলতে থাকেন “পশ্চিমবঙ্গে এনআরসি হবে না, মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছেন পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবে না।”



















