পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার তত্ত্বাবধানে নতুন ইলেক্টোরাল রোল অবজার্ভার নিয়োগ

পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার তত্ত্বাবধানে নতুন ইলেক্টোরাল রোল অবজার্ভার নিয়োগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্য রাজনীতিতে নতুন টানাপোড়েনের মধ্যে শুক্রবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য ১২ জন ইলেক্টোরাল রোল অবজার্ভার (Electoral Roll Observer) নিয়োগ করেছে। পাশাপাশি একজন স্পেশাল ইলেক্টোরাল রোল অবজার্ভারও দায়িত্ব পেয়েছেন। ইলেক্টোরাল রোল অবজার্ভারদের মূল কাজ হলো জেলা স্তরে ডিইও ও ইআরওদের কার্যক্রম পর্যালোচনা করা, ভুল বা অনিয়ম ধরা এবং নিশ্চিত করা যে SIR (সিলেক্টিভ ইনক্লুশন রিভিউ) প্রক্রিয়া কমিশনের নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে। স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত সামগ্রিকভাবে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ার উপর নজর রাখবেন।

নিয়োগ প্রক্রিয়া সরল মনে হলেও নেপথ্যে তা সহজ ছিল না। রাজ্য নির্বাচন আধিকারিক সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ ক্যাডারের ১২ জন আইএএস অফিসার বেছে নেওয়া কঠিন ছিল। কমিশন সাধারণত রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকে কর্মকর্তাদের বেছে নেন। নবান্নের তালিকায় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, গ্রামোন্নয়ন দফতের সচিব উলগানাথন, তথ্য ও সংস্কৃতি ও বিদ্যুৎ দফতের সচিব শান্তনু বসুসহ সিনিয়র কর্মকর্তাদের নাম ছিল। তবে গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের এক মাসের জন্য রোল অবজার্ভার পদে নেওয়া সরকারি কাজে বিঘ্ন ঘটাতে পারে। ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরই বেছে নেওয়া হয়েছে।

নবান্নে শোনা যাচ্ছে, প্রতিটি সরকারের আমলাতান্ত্রিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ও অপ্রধান দফতরে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ থাকাটাই স্বাভাবিক। কমিশনের সিদ্ধান্তে স্থানীয় অফিসারদের পরামর্শ গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে।

নির্ধারিত জেলার দায়িত্বে থাকা ইলেক্টোরাল রোল অবজার্ভারদের তালিকা নিম্নরূপ—

১) স্মিতা পান্ডে—পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম
২) তন্ময় চক্রবর্তী—মুর্শিদাবাদ, মালদা
৩) রণধীর কুমার—উত্তর ২৪ পরগনা, কলকাতা (উত্তর)
৪) সি. মুরুগান—দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (সাউথ)
৫) আর. অর্জুন—কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
৬) রাজীব কুমার / জগদীশ মিনা—হাওড়া
৭) নীলম মিনা—পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
৮) অশ্বিনী কুমার যাদব—উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর
৯) নিরঞ্জন কুমার—দার্জিলিং, কালিম্পং
১০) দেবী প্রসাদ করানাম—পুরুলিয়া, বাঁকুড়া
১১) রচনা ভগত—নদিয়া
১২) ড. বিশ্বনাথ—হুগলি

এই নিয়োগের মাধ্যমে কমিশন নিশ্চিত করতে চায়, রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও SIR প্রক্রিয়া স্বচ্ছ ও কার্যকরভাবে সম্পন্ন হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top