পাঁউশিতে বিজেপির প্রতিবাদ মিছিল। দুর্নীতির নৈতিক দায়িত্ব মাথায় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে মন্ত্রী সভা থেকে পদত্যাগ-এর দাবি জানিয়ে এবং চোর ধরো জেল ভরো এই স্লোগান কে সামনে রেখে রাজ্য সরকারের দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি নিয়ে সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ও ভূপতিনগর থানার পাঁউশিতে বিজেপির এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
এ দিন ভগবানপুর ২ ব্লকের বরোজ গ্রাম পঞ্চায়েতের লক্ষীমোড় থেকে এই মিছিল শুরু হয়ে পাঁউশি বাজার পরিক্রমা করে ফেরার সময় পাঁউশি ব্রীজের কাছে প্রায় একশো মিটার দূরে মিছিলকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে রাজ্যের শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বলে দাবি বিজেপির। বিজেপির অভিযোগ, তাঁদের প্রতিবাদ মিছিলকে লক্ষ্য করে তৃণমূলের তরফে বেশ কয়েকটি বোমাবাজি করা হয়। কার্যত পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে কী করে বোমাবাজি করা হল! তা নিয়েই প্রশ্ন তুললেন খোদ ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। তিনি জানিয়েছেন, পুলিশ কার্যত তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।
আরও পড়ুন – হাওড়া স্টেশনের কাছে দুর্ঘটনায় জখম মহিলা
রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তবে বিজেপির মিছিলে এতো লোকজন দেখে তৃণমূল বোমাবাজি করেছে। গত একুশের বিধানসভা ভোটে আমরা বরোজ অঞ্চলের ১৭টি বুথেই লিড পেয়েছিলাম। আগামীদিনে মানুষই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তবে তৃণমূলের তরফে অবশ্য কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ঘটনার পরে ভূপতিনগর থানার তরফে স্থানীয় এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে পুরো এলাকা একেবারেই থমথমে রয়েছে। এছাড়াও গত বুধবার রাতে টালিগঞ্জ এর বাড়ি থেকে ২২ কোটি এবং বেলঘড়িয়া থেকে ত্রিশ কোটি টাকা সহ ৩০ টি সোনার বাট পাওয়া গেছে, বলে ইডি সূত্রের খবর। এই ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছেন বিজেপি নেতৃত্ব।
এই নিয়ে ভগবানপুর ২ ব্লকের পূর্ব মন্ডলের সভাপতি তপন মিদ্যা জানান, চরম দুর্নীতিগ্রস্ত এই সরকারের সকল মন্ত্রীদের পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি এবং দুর্নীতির নৈতিক দায়িত্ব মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ-এর দাবি জানাচ্ছি। সারদা নারদা থেকে টাকা লুট এবং এসএসসি সহ বিভিন্ন দুর্নীতি এবং এই কাটমানি মমতা সরকারের , বিরুদ্ধে গোটা রাজ্যসহ ও পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গণ আন্দোলন শুরু হয়েছে আমরা গোটা মন্ত্রি সভা সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি।