পাঁচপোতা এলাকায় গৃহবধূ খুন। গতকাল শুক্রবার রাতে হরিণঘাটা থানার অন্তর্গত পাঁচপোতা এলাকায় গৃহবধূ খুনের ঘটনায় শনিবার সকাল থেকে এলাকায় ছিল চাপা উত্তেজনা। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের অভিযোগ যে কয়েকজন দুষ্কৃতি ওই গৃহবধূকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটিয়েছে গতকাল রাতে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শাহানারা বিশ্বাস, ৩০ বছর বয়সী গৃহবধু।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের মেজ বউ শাহানারা এদিন রাতে নিজের দেড় বছরের সন্তানকে নিয়ে ঘরে শুয়ে ছিলেন। পাশের ঘরে শুয়ে ছিলেন বড় বউ। অন্য আরেক ঘরে ছিল ছোট বউ। রাতের বেলায় সেই সময় কয়েকজন দুষ্কৃতি মেজ বউ-এর ঘরে ঢুকে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে বড় বউ ও শশুর ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে শাহানারা। আরও দেখতে পান ছাদ থেকে কয়েকজন লাফ মেরে পালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন – সতীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের পক্ষ থেকে মশা বাহিত রোগের সচেতনতা শিবির
রক্তাক্ত অবস্থায় শাহানারাকে এর পরেই তড়িঘড়ি নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। শাহানারার শাশুড়ি রেহেনা বিশ্বাস বলেন, ছেলে ভিন রাজ্যে গাড়ি চালায়। বৌমাকে কারা, কিসের জন্য খুন করেছে তারা বুঝতে পারছেন না। পরিবারের পক্ষ থেকে এই দুঃসাহসিক ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
উল্লেখ্য, ময়নাগুড়ি থানায় শিশুদের জন্য তৈরি হল চাইল্ড কর্নার। গতকাল শুক্রবার রাতে হরিণঘাটা থানার অন্তর্গত পাঁচপোতা এলাকায় গৃহবধূ খুনের ঘটনায় শনিবার সকাল থেকে এলাকায় ছিল চাপা উত্তেজনা। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের অভিযোগ যে কয়েকজন দুষ্কৃতি ওই গৃহবধূকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটিয়েছে গতকাল রাতে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শাহানারা বিশ্বাস, ৩০ বছর বয়সী গৃহবধু।