পাঁচিল ভাঙ্গাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মৃত্যু এক মহিলার। বিতর্কিত জায়গায় পাঁচিল ভাঙ্গাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মৃত্যু হল এক মহিলার। পুলিস জানিয়েছে, মৃতার নাম সাহিদা বিবি(৩৩)। খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিস দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে।
শুক্রবার সকালে বেলডাঙ্গা থানার পুলিন্দা গ্রামের মল্লিক পাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিন্দা গ্রামের মল্লিক পাড়ায় শেরফুল শেখের বাড়ির সামনের বিতর্কিত জায়গায় একটি পাঁচিল রয়েছে। ওই পাঁচিলের জায়গা নিয়ে শেরফুল শেখ ও প্রতিবেশী সুলতান শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। দুই পরিবার, পাঁচিলের জায়গাটিকে নিজেদের বলে দাবি করে আসছিল।
সমস্যা সমাধানে দুই পরিবার আদালতের দ্বারস্থ হয়। বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, এদিন সকালে সুলতান শেখের পরিবারের লোকেরা পাঁচিল ভাঙ্গতে আসে। শেরফুল শেখের পরিবার বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন দু’পক্ষ বাঁশ, লাঠি ও ইট নিয়ে পরস্পরের বিরুদ্ধে হামলা চালায়।
সংঘর্ষ চলাকালীন একটি ইট সাহিদা বিবির মাথায় লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বেলডাঙ্গা থানার পুলিস আধিকারিক বলেন, দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আরও পড়ুন – আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রতিমা ভাসানে বাড়লো শব্দবাজির দাপট
উল্লেখ্য, বিতর্কিত জায়গায় পাঁচিল ভাঙ্গাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মৃত্যু হল এক মহিলার। পুলিস জানিয়েছে, মৃতার নাম সাহিদা বিবি(৩৩)। খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিস দুই পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে। শুক্রবার সকালে বেলডাঙ্গা থানার পুলিন্দা গ্রামের মল্লিক পাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিন্দা গ্রামের মল্লিক পাড়ায় শেরফুল শেখের বাড়ির সামনের বিতর্কিত জায়গায় একটি পাঁচিল রয়েছে। ওই পাঁচিলের জায়গা নিয়ে শেরফুল শেখ ও প্রতিবেশী সুলতান শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। দুই পরিবার, পাঁচিলের জায়গাটিকে নিজেদের বলে দাবি করে আসছিল।