কলকাতা -দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর অবশেষে খুলে গেল ভারত-চিন আকাশপথ। সোমবার সকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনের গুয়াংজুর উদ্দেশে উড়ে গেল ইন্ডিগো-র প্রথম যাত্রীবাহী বিমান। বিমানে ছিলেন মোট ১৭৬ জন যাত্রী। ভোর থেকেই বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ—যাত্রী, ক্রু সদস্য ও কর্মকর্তাদের মুখে উচ্ছ্বাস স্পষ্ট।
২০১৯ সালে কোভিড মহামারি শুরু হওয়ার পর ভারত ও চিনের মধ্যে বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এরপর গালওয়ান উপত্যকার সংঘর্ষের জেরে দুই দেশের সম্পর্ক আরও ঠান্ডা হয়ে পড়ে। ফলে প্রায় পাঁচ বছর ধরে বন্ধ ছিল সরাসরি বিমান চলাচল। অবশেষে সেই দীর্ঘ টালবাহানা কাটিয়ে আবারও শুরু হল কলকাতা ও গুয়াংজুর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কলকাতা-গুয়াংজু রুটে এখন থেকে নিয়মিত বিমান পরিষেবা চালু থাকবে। পাশাপাশি যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে সপ্তাহে একাধিক ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে।
সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, “এই নতুন সংযোগ শুধু যাত্রীদের জন্যই নয়, দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার দিকেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অন্যদিকে, আগামী ৯ নভেম্বর থেকে দিল্লি-সাংঘাই রুটেও সরাসরি বিমান পরিষেবা চালু করার ঘোষণা করেছে ইন্ডিগো। বিমান চলাচলের এই পুনরারম্ভকে বিশেষজ্ঞরা বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন।




















