ফের বোমা বিস্ফোরণ কালিয়াচকে, আহত পাঁচ শিশু। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ মালদহ জেলার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির গোপালপুর এলাকায় ফের হল বোমা বিস্ফোরণ। যদিও প্রথমে তা দেখে বল মনে হয়েছিল কিন্তু আসলে তা ছিল বোমা। শিশু রা বল ভেবে সেই নিয়ে খেলতে যায় ও বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আহত হয় পাঁচটি শিশু। স্থানীয় সূত্রের খবর বলছে, এলাকারই এক খালি জমিতে মজুত করে রাখা ছিল কিছু বোমা। সেই বোমাগুলোকে বল ভেবে তা নিয়ে খেলতে গিয়েছিল কয়েকটি শিশু।
আর তখনই ফেটে যায় বোমাগুলি। আহত শিশুদের মধ্যে গুরুতর জখম হয়েছে পল্টু সাহা (৮), মিঠুন সাহা (৯) এবং আব্দুর রাহান (১০)। তিনজনকে নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বাকি দু’জন শুভজিত্ সাহা (৮) এবং বিক্রম সাহা (৯) -তাদের চিকিত্সা হয় কালিয়াচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । আচমকা এই বিস্ফোরণের জেরে গোটা গ্রাম ছুটে আসে।কালিয়াচক থানার পুলিশবাহিনীকে ডাকা হয়।
আর ও পড়ুন টাকা তুলতে গিয়ে অপহরণ নবম শ্রেণীর ছাত্রী
পুলিশ এসেই কোথা থেকে ওই স্থানে বোমা এল তা খুঁজতে শুরু করে। যদিও স্থানীয়দের কেউই কিছু বলতে পারেন নি। স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে যা জানিয়েছেন তা হল এদিন বিকেলে গোপালনগর এলাকার নিখিল সাহার বাড়ির পিছনে আমবাগানে খেলা করছিল ওই পাঁচটি শিশু। সেখানেই পরিত্যক্ত একটি জঙ্গলের মধ্যে একটি ব্যাগের মধ্যে মজুত করা ছিল বোমাগুলি।
কিন্তু শিশুরা ক্রিকেট বল ভেবেই সেগুলি ধরতে যায়।আর আচমকা বিস্ফোরণ ঘটে।এদিকে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় আরও বোমা উদ্ধার হয়েছে।বিষয়টি নিয়ে মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, “কীভাবে ওই বোমা মজুত করা ছিল এবং কারা এর পিছনে জড়িত রয়েছে, সেই সব বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ।” পাঁচ শিশু