পূর্ব মেদিনীপুর – পুর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এক মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হাসপাতালেরই এক বেসরকারি সংস্থার ফেসিলিটি ম্যানেজার।
নির্যাতিতার অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত তাঁকে উত্যক্ত করছিলেন এবং শারীরিক সম্পর্কের জন্য চাপ দিচ্ছিলেন। কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেন। অভিযোগকারিণীর দাবি, একদিন জিনিস আনার অছিলায় ডেকে অভিযুক্ত হঠাৎ তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন ও শারীরিক নিগ্রহ করেন। পরে তিনি ঘটনা হাসপাতাল সুপারকে জানান।
ঘটনা জানাজানি হতেই হাসপাতালের বাইরে স্থানীয়রা বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, অভিযুক্ত নিয়মিত কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং মহিলা কর্মীদের প্রতি অশালীন মন্তব্য করতেন। কর্মীদের নিরাপত্তা নিয়েও তাঁরা প্রশ্ন তোলেন এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য সিন্টু সেনাপতি তীব্র নিন্দা করে বলেন, “হাসপাতালের মতো নিরাপদ স্থানে যদি এমন ঘটনা ঘটে, তবে মহিলাদের নিরাপত্তা কোথায়? সরকার কোনো শিক্ষা নেয়নি।” প্রতিবাদে বিজেপি কর্মীরা পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ দেখান।
