পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতিকে মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে! পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতি সেক আসগর আলিকে বহিরাগত ছাত্রদের দ্বারা বেধড়ক মারধরের অভিযোগ উঠলো।
ছাত্র সংসদের সভাপতি আক্রম সিদ্দিকি জানান, বৃহস্পতিবার বেলা ১ নাগাদ প্রায় ৮ -১০ জন বহিরাগত ছাত্র আসে। কলেজ ছাত্রীদের কটুক্তি করছিলো। তারপরই প্রতিবাদ করায় সেক আসগার আলিকে বেশ কয়েকজন মিলে শরীরের একাধিক জায়গায় মারধর করে।
এরপর গুরুতর জখম অবস্থায় পাঁশকুড় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আসগারকে। রাতে দেখতে যান পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবির পুত্র জহিরুল ইসলাম এছাড়াও একাধিক কলেজ ছাত্রনোতারা। এই ঘটনায় রাতে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।এই ঘটনায় কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতি সেক আসগর আলিকে বহিরাগত ছাত্রদের দ্বারা বেধড়ক মারধরের অভিযোগ উঠলো।
আরও পড়ুন – ঘুরতে যাওয়ার নাম করে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ
ছাত্র সংসদের সভাপতি আক্রম সিদ্দিকি জানান, বৃহস্পতিবার বেলা ১ নাগাদ প্রায় ৮ -১০ জন বহিরাগত ছাত্র আসে। কলেজ ছাত্রীদের কটুক্তি করছিলো। তারপরই প্রতিবাদ করায় সেক আসগার আলিকে বেশ কয়েকজন মিলে শরীরের একাধিক জায়গায় মারধর করে।
এরপর গুরুতর জখম অবস্থায় পাঁশকুড় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আসগারকে। রাতে দেখতে যান পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবির পুত্র জহিরুল ইসলাম এছাড়াও একাধিক কলেজ ছাত্রনোতারা। এই ঘটনায় রাতে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।এই ঘটনায় কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়।