ভাইরাল – মাছ ধরার জন্য পাউরুটির টুকরো টোপ হিসাবে ব্যাবহার করতে দেখা যায় অনেক মানুষকে। কিন্তু কোনও পাখিকে তা করতে দেখা গিয়েছে কি? এ বার সেই কাণ্ড ঘটিয়ে তাক লাগাল একটি পাখি। জলে পাউরুটির টুকরো ফেলে মাছ শিকার করল সে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমরা। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পুকুরের ধারে বসে রয়েছে একটি পাখি। তার মুখে একটি পাউরুটির টুকরো। কিছু ক্ষণ এ দিক ও দিক দেখে পাউরুটির টুকরো জলে ফেলে দেয় সে। পাউরুটি জলে ভেসে নাগালের বাইরে চলে যাওয়ার আগে আবার তুলে আনে সেটি। আবার জলে ফেলে দেয়। পাউরুটির টুকরোর দিকে নজর পড়ে একটি কচ্ছপের। সেটি খাওয়ার জন্য কচ্ছপটি এগিয়ে এলে বিরক্ত পাখিটি আবার পাউরুটির টুকরো জল থেকে তুলে নেয়। উড়ে গিয়ে বসে অন্য একটি জায়গায়। সেখানে আবার পাউরুটির টুকরো জলে ফেলে দেয় সে। এ বার আর ব্যর্থ হয়নি সে। পাউরুটির টুকরোর প্রতি আকৃষ্ট হয়ে সেটি খেতে আসা একটি মাছকে খপ করে ধরে ফেলে সে। মাছটিকে নিয়ে উড়ে যায় পাখিটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘মোমোস.ইউএসএ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। শুধু লাইকই পড়েছে সাড়ে সাত লক্ষের বেশি। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। পাখিটির বুদ্ধির তারিফও করতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।
