তুলার পাওনা আদায় অশান্তি, ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়ান ধ্নু
মেষ: নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য মনে আনন্দ বৃদ্ধি। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা।
বৃষ: প্রেমের ক্ষেত্রে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে।
মিথুন: কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা। সামাজিক সুনাম আসতে পারে।
কর্কট: যারা বিদেশে থাকেন, তাদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। সাহসী কোনও কাজ আপনার দ্বারা হতে পারে।
সিংহ: একাধিক পথে উপায় করতে গিয়ে পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে। কাজের ব্যপারে উদ্বেগ আসতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন।
কন্যা: সকালের দিকে বন্ধুদের থেকে একটু সাবধান। কোনও উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। কোনও আশা নষ্ট হতে পারে।
তুলা: আজ সব থেকে বিশ্বস্ত মানুষ আপনাকে ঠকাতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে।
বৃশ্চিক: বিপদে আত্মরক্ষা করতে হবে। শারীরিক দুর্বলতার যোগ। ব্যবসায় অহেতুক খরচ হতে পারে। পায়ের নীচে আঘাত পেতে পারেন।
ধনু: ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে।
আরও পড়ুন – ভরসন্ধেয় তিলোত্তমায় জোড়া খুন, উদ্ধার হলো দম্পতির রক্তাক্ত দেহ
মকর: বিদ্যার্থীদের জন্য ভাল খবর অপেক্ষা করছে। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার।
কুম্ভ: আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে।
মীন: উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে।