পাওনা টাকা আদায়ের জন্য মারধর, মৃত ১ । শিলিগুড়ি পুরনিগমের 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিতলা পাড়া এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎই রঞ্জিত বর্মন এর বাড়িতে টাকা চাইতে আসে দুই ভাই সুজিত এবং শ্যামল তাদের সাথে তাদের বাড়ির বউ উপস্থিত ছিলেন। রঞ্জিত বর্মন এর কাছে তারা 700 টাকা চাইলে রঞ্জিত বর্মন বলেন এই মুহূর্তে 700 টাকা দিতে পারবোনা 500 টাকা দিচ্ছি কিন্তু তারা রাজি হয়নি। রঞ্জিত বর্মন এবং তার স্ত্রী শান্তি বর্মনের সাথে মারধর করতে শুরু করে।
সেই সময় শান্তি বর্মন কলের পারে পড়ে যায় সেখানেই তিনি জ্ঞান হারিয়ে ফেলে তৎক্ষণাৎ তাকে নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে গেলে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজিত হয়ে পরে সবাই সাধারণ মানুষ।
এরপর এলাকার বাসিন্দারা সুজিত এবং শ্যামলের খোঁজে তার বাড়িতে গিয়ে চড়াও হয় তাদেরকে না পেয়ে উত্তেজিত জনতা বাড়ির কাজ ভাঙচুর করে। ঘটনাস্থলে এনজিপি থানার বিশাল পুলিশবাহিনী এসে উপস্থিত হয়। এরপর শান্তি বর্মনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজন মহিলাকে গ্রেফতার করেছে এনজিপি থানার পুলিশ। আজ বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠান হয় ।
আরও পড়ুন – উচ্চমাধ্যমিকে ভালো ফল করলেও, দুই মেধাবী ছাত্রীর দুশ্চিন্তায় দিনমজুর বাবা
উল্লেখ্য, শিলিগুড়ি পুরনিগমের 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিতলা পাড়া এলাকায় মঙ্গলবার রাতে হঠাৎই রঞ্জিত বর্মন এর বাড়িতে টাকা চাইতে আসে দুই ভাই সুজিত এবং শ্যামল তাদের সাথে তাদের বাড়ির বউ উপস্থিত ছিলেন। রঞ্জিত বর্মন এর কাছে তারা 700 টাকা চাইলে রঞ্জিত বর্মন বলেন এই মুহূর্তে 700 টাকা দিতে পারবোনা 500 টাকা দিচ্ছি কিন্তু তারা রাজি হয়নি। রঞ্জিত বর্মন এবং তার স্ত্রী শান্তি বর্মনের সাথে মারধর করতে শুরু করে। পাওনা টাকা