নিজস্ব সংবাদদাতা, মালদহ, ১৪ জানুয়ারি, পাওনা টাকার মিথ্যা দাবি নিয়ে বিবাদের জেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা। ঘটনায় আহত যুবক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার চাঁদপুর এলাকায়।আহতর নাম কামাল শেখ(৩৪)।
জানা গিয়েছে, আহত কামাল শেখ পেশায় শ্রমিক সরবারহকারী। কামালের পরিবারের সদস্যরা জানায়, বেশ কিছুদিন ধরে মঙ্গলু নাম একজন এলাকায় বলতে থাকে কামাল শেখের কাছে ২৯ হাজার টাকা পাবে। কামলা ঘটনা জানতে পেলে মঙ্গলুকে জেরা করতে যায় আর তা নিয়ে বচসা শুরু হয়।এরপর বাধ্য হয়ে কামাল পুখুরিয়া থানায় মঙ্গলুর নামে অভিযোগ দায়ের করে।তারপর থেকে মঙ্গলু রাগে ফুঁসতে থাকে, এমনটাই মনে করেছে সকলে।আর তাঁর জেরেই এই খুন। সোমবার রাত্রিবেলা বাড়ি ফেরার পথে মঙ্গুল হাঁসুয়া নিয়ে কামালের ওপর চড়াও হয় ও তাকে মাথায় হাঁসুয়া দিয়ে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে। তার চিৎকারে স্থানীয়রা আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। আহত কামালকে উদ্ধার করেমালদা মেডিক্যালে ভর্তি করে। গোটা ঘটনা জানিয়ে আহতর পরিবার পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মঙ্গলু শেখ পলাতক।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পাওনা টাকার দাবি করে যুবককে কুপিয়ে খুনের প্রয়াস
পাওনা টাকার দাবি করে যুবককে কুপিয়ে খুনের প্রয়াস
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram