পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হাতে কান কাটলো পাওনাদারের। মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সব দল পুর গ্রামের ঘটনা। আহত ব্যাক্তি বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
আহত ব্যক্তির নাম সুজন সিংহ। বাড়ি ওই এলাকাতেই। পেশায় মোটরবাইক মিস্ত্রি। তার পরিবারের অভিযোগ স্থানীয় বাসিন্দা লিটন সিংহ তার মোটর বাইক সাড়িয়েছিল সুজনের কাছে। প্রায় এক বছর ধরে মোটর বাইক সারানো বাবদ দেড় হাজার টাকা লিটনের কাছে চাইছিল সুজন। বুধবারও সুজন সেই টাকা লিটনের কাছে চায়। কিন্তু লিটন টাকা দিতে অস্বীকার করে। এই নিয়ে দুজনার বচসা শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে সেই সময়ের মতো বিষয়টি মিটে যায়। অভিযোগ বৃহস্পতিবার রাত্রিবেলা সুজনের বাড়িতে চড়াও হয় লিটন ও তার দলবল। সুজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এতে তার ডান কানের একটি অংশ কাটা যায়। গ্রামবাসীরা ছুটে আসতে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। যদিও অভিযুক্তরা এখনো অধরা।
পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হাতে কান কাটলো পাওনাদারের
পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হাতে কান কাটলো পাওনাদারের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram