পাকিস্তান হতে দেব না ভারতকে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । ক্রমশ চড়ছে ভবানীপুর উপনির্বাচনের পারদ। এদিকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে গিয়েছে বিজেপি। দু’পক্ষের তরফেই একে অপরের বিরুদ্ধে প্রচারে করোনা বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। যা নিয়ে রাজনৈতিক চাপানৌতর বাড়ছে। এরই মধ্যে এবার গেরুয়া শিবিরের আদর্শ নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।
বৃহঃস্পতিবার ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে বিজেপি-কে তীব্র ভাষায় নিশানা করে মমতা বলেন, ‘‘ভারতকে কখনও তালিবান মানসিকতার মানুষদের হাতে তুলে দিতে দেব না। পাকিস্তান হতে দেব না ভারতকে।” উল্লেখ্য, কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর, গীতিকার জাভেদ আখতার আরএসএস-র সঙ্গে তালিবানের তুলনা টানেন। যা এখনও জ্বলছে বিতর্কের আগুন। একই তুলনা টেনে পদ্ম শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে।
এদিকে মমতাও বিজেপি-র সঙ্গে তালিবানি আদর্শের তুলনা টানায় নতুন করে বাড়ছে বিতর্ক। এদিন মমতাকে হিন্দি ভাষীদের এক সভায় যোগ দিতে দেখা গিয়েছিল। সেখানেই ওঠে নন্দীগ্রাম প্রসঙ্গ। আর সেই সূত্রেই মমতার মুখে শোনা যায় পাকিস্তানের কথাও। তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, “হিন্দুস্তান কখনও পাকিস্তান হবে না। বিজেপি নন্দীগ্রামের পর ভবানীপুরকেও পাকিস্তান বলছে। কিন্তু আপনারা দেখে নেবেন আগামীতে এই বাংলাই গোটা দেশকে রক্ষা করবে।”
আর ও পড়ুন ভাই ও মা কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পন করলো যুবক
২০২১-এর বিধানসভা ভোটে তিনি জিততে পারেনি মমতা। অল্প ভোটের ব্যবধানে নন্দীগ্রামে হেরে যান বিজেপি নেতা তথা একদা নিজেরই ঘনিষ্ট সহযোগী শুঙেন্দু অধিকারীর কাছে। আর তাই একপ্রকার বাধ্য হয়েই ভবানীপুরে লড়তে হচ্ছে তাঁকে। এদিকে ভবানীপুরে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েথেন বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়াল। লড়ছেন বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।
গত কয়েক দিন ধরেই ভবানীপুরে ভোটের প্রচারে যাচ্ছেন মমতা। গিয়েছেন গুরুদ্বার, এমনকী মসজিদগুলিতেও। আর এখানেই মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছে বিরোধীরা। এমতাবস্থায় সম্প্রতি ভবানীপুর কেন্দ্রেরই অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডের গোল মন্দিরে যেতে দেখা যায় তৃণমূব সুপ্রিমোকে। সেখানেই বিজেপি-র বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তোলেন। সেই সঙ্গে সর্বধর্ম সম্প্রতীর বার্তাও দিতে দেখা যায় তাঁকে।