কলকাতা – অপারেশন সিঁন্দুর। পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিলো ভারত। পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। উচ্ছাস সল্টলেকের সিটি সেন্টার ওয়ানের সামনে। জাতীয় পতাকা হাতে নিয়ে, আতস বাজি পুড়িয়ে, সিঁদুর খেলার মধ্য দিয়ে উল্লাসে মেতে উঠলেন বিধান নগর বিজেপি কর্মী সমর্থকরা।
