নিউজ ডেস্ক, ২৭ অক্টোবর, ২০২০: মঙ্গলবার সকালে হঠাৎই পেশোয়ারের একটি কলোনির এক শিক্ষা প্রতিষ্ঠানে এই বিস্ফোরণ হয়।ঘটনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত প্রায় ৭ জনের। এবং আহত হয়েছেন কমপক্ষে ৫৭ জন।
সুত্রের খবর, শিক্ষাকেন্দ্রে ক্লাস চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় শিক্ষক ও ছাত্র উভয়পক্ষই নিহত ও আহত হন। লেডি রিডিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। কিভাবে এই বিস্ফোরণ হয় তার তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, আক্রমণকারী ওই ব্যক্তি শিক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকতে চেষ্টা করেন ৷ কিন্তু, বাইরে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেয় ৷ বিস্ফোরণে আহত ও মৃতের সংখ্যা বাড়তেও পারে ৷ তবে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায়িত্ব নেয়নি ৷ যদিও পুলিশের সুত্রে খবর, তালিবানরাই এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ৷২০১৮ সালে একইরকমভাবে একটি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে ৩৪ জন মারা গিয়েছিল৷