২৯ ডিসেম্বর, বছর পনেরো পর ফের এক স্মৃতি তুলে ধরলেন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সৌরভ জানালেন ১৫ বছর আগে কিভাবে পাকিস্তানে গিয়ে কাবাবের স্বাদ নিতে পুলিশি নিরাপত্তাকেও উপেক্ষা করেছিলেন তিনি।
সালটা ছিল ২০০৪। কঠোর নিরাপত্তা।শয়ে শয়ে পুলিশ সুরক্ষার জন্য। তাদের ফাঁকি দিয়েই স্ট্রিট ফুডের স্বাদ নিতে মাতোয়ারা সৌরভ।সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় দল ২০০৪ সালে পাকিস্তানকে নিজেদের দেশেই টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই হারিয়েছিল। ওয়ানডে-তে ভারত জয় পেয়েছিল ৩-২ ব্যবধানে। অন্যদিকে, টেস্টের ফলাফল ছিল ভারতের পক্ষে ২-১। এখনও সেই স্মৃতি মুছে ফেলতে পারেননি তিনি।
সাথে কীভাবে সেই অসাধ্য সাধন করলেন, সেই কথা জানাতে গিয়েই সৌরভ বললেন, সেদিন নিরাপত্তায় ছিল বেশ বাড়াবাড়ি। তা দেখে সৌরভ ভীষণ হতাশ পয়ে পড়েছিলেন। প্রথম দিন ঘর থেকে বেরোনোই দায় ছিল কিন্তু তার ফাঁকেও তিনি ঠিক তাঁর ইচ্ছা পূরণ করে নেন। সৌরভের আশেপাশেই ছিলেন দু-জন নিরাপত্তাকর্মী AK ৪৭ নিয়ে দাঁড়িয়ে।তাঁরপর তিনি অনুগ্রহ করেন দরজার সামনে থেকে নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিতে।ভারতের শেষবার পাকিস্তান সফরের কথা জানাতে গিয়ে তিনি নিজের এই স্মৃতি প্রকাশ্যে আনলেন।