বিদেশ – রবিবার ভোরে পাকিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-র তথ্যমতে, ভোর ৩:৫৪ মিনিটে ৫.২ রিখটার স্কেলের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম পাকিস্তানে, ভূমি থেকে ১৫০ কিলোমিটার গভীরে।
কম্পনের তীব্রতায় আতঙ্কিত মানুষজন তড়িঘড়ি ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। রাস্তাঘাটে চরম বিশৃঙ্খলা দেখা যায়। যদিও এই ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে জনমনে গভীর আতঙ্ক বিরাজ করছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের ভৌগোলিক অবস্থান ছিল ৩০.২৫° উত্তর অক্ষাংশ এবং ৬৯.৮২° পূর্ব দ্রাঘিমাংশে। এই অঞ্চলের ভূতাত্ত্বিক অবস্থান ভূমিকম্পপ্রবণ হওয়ায় প্রায়ই কম্পন অনুভূত হয়। গত ১০ মে-তেও একটি ৪.০ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
পাকিস্তান ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত। দেশটির বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট-বাল্টিস্তান অঞ্চল ইউরেশীয় প্লেটের অন্তর্গত, অন্যদিকে সিন্ধু ও পাঞ্জাব অঞ্চল ভারতীয় প্লেটের প্রান্তে। এই দুই প্লেটের সংঘর্ষের কারণেই ভূমিকম্পের আশঙ্কা থেকে যায়।
এনসিএস বলছে, ভবিষ্যতেও এমন কম্পনের সম্ভাবনা রয়েছে, তাই জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।




















