নিউজ ডেস্ক, ৭ জুন ২০২১:পাকিস্তানের জন্য সোমবারের সকাল যেন এক ভয়াবহ হয় উঠলো। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি এক্সপ্রেস ট্রেনের। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জন যাত্রীর। আহত হয়েছেন আরও অনেকজন।
সূত্রের খবর, সিন্ধ অঞ্চলেন রেতি ও দাহারকি রেলস্টেশনের মধ্যবর্তী একটি জায়গায় স্যার সইদ এক্সপ্রেস ও মিলাট এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। লাহোর থেকে করাচি যাচ্ছিল স্যার সইদ এক্সপ্রেস, অন্যদিকে করাচি থেকে সারগোধায় যাচ্ছিল মিলাট এক্সপ্রেস। লাইনের গরমিলের মুখোমুখি চলে আসে। দুটি ট্রেনই দ্রুতগতিতে আসায় প্রবল জোরে সংঘর্ষ হয় এবং লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ১৩-১৪টি কামরা।মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ীমোট ৩০টি দেহ উদ্ধার করা গিয়েছে।

আহত বহু সংখ্যক মানুষ। উদ্ধারকার্যে সাহায্যের জন্য রোহরি থেকে একটি রিলিফ ট্রেনও পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ইচিমধ্যেই ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুরের হাসপাতালগুলিতে এমার্জেন্সি জারি করা হয়েছে। সমস্ত চিকিৎসক ও নার্সদের দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছে।যদিও এখনও দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ও কামরাগুলি লাইনচ্যুত হয়ে যাওয়ার সঠিক কারণ জানা যায়নি। তবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।