পাকিস্তানে মৃত্যু ৯ চিনা ইঞ্জিনিয়ারের, বেনজিং এর দাবি হামলা হয়েছে

পাকিস্তানে মৃত্যু ৯ চিনা ইঞ্জিনিয়ারের, বেনজিং এর দাবি হামলা হয়েছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৪ জুলাই ২০২১: পাকিস্তানে মৃত্যু ৯ চিনা ইঞ্জিনিয়ারের, বেনজিং এর দাবি হামলা হয়েছে।
একই সঙ্গে প্রাণ হারিয়েছেন ৩ জন পাকিস্তানের নাগরিকও। যা নিয়ে কার্যত একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বেজিং ও ইসলামাবাদ। বেজিংয়ের দাবি, হামলা হয়েছে। পাল্টা ইসলামাবাদের দাবি গ্যাস লিক। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই ইস্যুতে তিক্ত হচ্ছে পাকিস্তান ও চিনের বন্ধুত্ব।

প্রসঙ্গত,বুধবার ৪০ জন চিনা ইঞ্জিনিয়ারকে নিয়ে খাইবার পখতুনখাওয়া প্রদেশে দাসু বাঁধ নির্মাণের কাজে যাচ্ছিল একটি বাস। তখনই বাসটিতে বিস্ফোরণ হয়। যার জেরে প্রাণ হারান ৯ জন চিনা ইঞ্জিনিয়ার। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, প্রযুক্তিগত কারণেই বাসটিতে গ্যাস লিক হয়ে বিস্ফোরণ হয়। অন্যদিকে চিনা বিদেশ মন্ত্রকের দাবি, বোমা বিস্ফোরণ হয়েছে বাসে। সেই মর্মে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান ইমরান খানকে কাছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করতে শাসানি দিয়েছেন।বেজিংয়ের দাবি, পাকিস্তানে চিনা নাগরিকদের সুরক্ষার বিষয়ে ভাবতে হবে ইমরান খানকে। পাকিস্তানে চিনা দূতাবাসও ঘটনাকে হামলা হিসেবেই বর্ণনা করেছে। পাকিস্তানের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণে ২৮ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে সেনা হাসপাতালে। পাকিস্তানে একাধিক প্রকল্পে টাকা জোগায় চিন। তাই চিনা ইঞ্জিনিয়ারদের মৃত্যুতে কার্যত কড়া বার্তা আসছে বেজিং থেকে। আর এই ধরনের হামলা বা বিস্ফোরণ প্রথম নয়। এর আগেও চিনের প্রজেক্টে হামলা হয়েছে পাকিস্তানে। তাই এই ঘটনার পরে পাক- চিনার সম্পর্ক অবনতি ঘটবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ বিদরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top