৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী  জওয়ানদের সন্মান জানানো হলো

৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী  জওয়ানদের সন্মান জানানো হলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পাকিস্তান

৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী  জওয়ানদের সন্মান জানানো হলো সীমান্ত নগর হলদিবাড়িতে।১৯৭১ এর বাংলাদেশের মুক্তি যুদ্ধে একটি বিশেষ ভূমিকা ছিল ভারতীয় বি এস এফ বাহিনীর।হলদিবাড়ি খালপাড়  স্থিত বি এস এফ ক্যাম্প এর নিকট ও আজও বহন করে চলেছে সেই যুদ্ধের স্মৃতি।

 

১৯৭১ এর ১১ই আগস্ট দুপুর বেলা সেখানে পাকিস্তান বাহিনীর ছোড়া মর্টার সেল এসে পরে যার আঘাতে  বি এস এফ বাহিনীর ৭৩ নম্বর ব্যাটালিয়ন এর তিন জওয়ান  হেড কনস্টেবল অনিল কুমার সরকার, মোহিনী মোহন রায় ও মান বাহাদুর রাই শহীদ হন।তাদের স্মৃতি তে ১৯৭৩ সনে শহীদ বেদী নির্মিত হয়।হলদিবাড়ি সীমান্ত জুড়ে বর্তমানে নতুন ভাবে দায়িত্বে এসেছেন ১৫ বি এস এফ ব্যাটালিয়ন।

 

বুধবার সীমান্তে  একটি ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করে বি এস এফ এর ১৫ ব্যাটালিয়ন।১৯৭১ এর মুক্তি যুদ্ধে অংশ গ্রহন কারি উত্তরবঙ্গের ২৩জন জীবিত বি এস এফ জওয়ান সদস্য কে বুধবার তারা সন্মান এর সাথে হলদিবাড়ি খালপাড় স্থিত বেদীর সামনে হাজির করেন ও সম্মাননা জ্ঞাপন করেন। যা উপস্থিত মানুষ কে ও প্রাক্তন জওয়ানদের উজ্জীবিত করে তোলে।

 

আর ও পড়ুন    ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় ৩টি বাংলাদেশি ট্রলারসহ ৮৮ জন মৎস্যজীবী গ্রেফতার

 

বি এস এফ বাহিনীর ১৫ ব্যাটালিয়ন এর কমান্ডা ডেন্ট অরুন কুমার সিং তাদের সন্মান জানান। ১৯৭১ এর  যুদ্ধে  অংশগ্রহন কারি  কলিংপং থেকে আগত প্রেম কুমার প্রধান যুদ্ধের বর্ণনা বর্ণন করেন। পাকিস্তান সেনারা বি এস এফ জওয়ানদের দ্বারা এতটাই বিভ্রান্ত কর পরিস্থিতিতে পড়েছিলেন যে বি এস এফ বাহিনীদের জীবিত অথবা মৃত ধরে আনার আদেশ দেন পাকিস্তান কমান্ড ডেন্ট।

 

হলদিবাড়ির নৃত্যজ্ঞান এর খুদে নৃত্য  শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নুপুর বর্মন ,যুগল কিশোর আগারওয়াল সহ বহু বিশিষ্ট মানুষেরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top