ভাইরাল – সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এক ব্যাঘ্রশাবকের ভিডিও, যার ডাক শুনে অবাক নেটিজেনরা। কাঠের টেবিলের উপর চোখ গোল গোল করে বসে থাকা একটি বাঘের ছানাকে দেখা যায় ভিডিওটিতে। ক্যামেরার দিকে তাকিয়ে মাঝেমধ্যে ডেকেও ওঠে সে, তবে গলা থেকে ভেসে আসছে পাখির মতো মিহি আওয়াজ।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, অল্পবয়সি ছানাটির ডাক এখনও পূর্ণ শক্তিতে ফোটেনি। তাই পাখির ডাকের মতো শোনাচ্ছে তার আওয়াজ। ডাকার ফাঁকে ফাঁকেই অন্য দিকে মুখ ঘুরিয়ে বসে পড়ে ব্যাঘ্রশাবকটি।
ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে তা জানা যায়নি, তবে ভিডিওটি দেখে নেটপাড়ায় ভালোবাসার স্রোত বইছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “কী মিষ্টি দেখতে বাঘের ছানাটি! দেখেই আদর করতে ইচ্ছা করছে।” ভিডিওটি ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শেয়ার ও পছন্দ করেছেন।
