বিবাহ বিচ্ছেদ মামলা করার কারণে স্ত্রীকে পাগল চিহ্নিত করে রিহ্যাব সেন্টারে পাঠানোর অভিযোগ। পারিবারিক অশান্তি বিবাহ বিচ্ছেদ মামলা করার কারণে স্ত্রীকে পাগল চিহ্নিত করে রিহ্যাব সেন্টারে পাঠানোর অভিযোগ স্বামী ইন্দ্র শর্মার বিরুদ্ধে, অভিযোগ দায়ের দমদম থানায়।
দমদম পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে এসপি মুখার্জি রোডের বহু দল আবাসন থেকে গত ১৩ ই জুলাই সুজাতা মিত্র শর্মা নিরুদ্দেশ হয়ে যান। সেই অভিযোগ দায়ের করা হয় ১৩ই জুলাই দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ। ঐদিন রাত সাতটার সময় আবাসনের আবাসিকরা জানতে পারে সুজাতা মিত্র শর্মাকে মানসিক রোগী তকমা দিয়ে স্বামী ইন্দ্র শর্মা বেহালার রিহেভ সেন্টারে ভর্তি করিয়ে দেন এমনটাই অভিযোগ এনে আবাসনের আবাসিক এবং স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয়দের দাবি সুস্থ মহিলা কাজ করতে গিয়ে কিভাবে মানসিক রোগী হয়ে পড়েন সেই বিষয়ে প্রশ্ন তুলছেন? পাশাপাশি বিবাহ বিচ্ছেদ মামলার ১৮ই জুলাই শুনানি হওয়ার কথা ছিল সেই কারণেই কি মানসিক রোগী তকমা দিয়ে রিহাব সেন্টারে পাঠিয়ে দিল স্ত্রীকে।
আরও পড়ুন – আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা
স্থানীয় সূত্র মারফত খবর ৩৫ বছর আগে মিস্টার এনজি মিত্র সরকারি চাকুরে তিনি দু’বছর বয়সে সুজাতাকে এডপ করে। তারপর থেকেই বড় হয়ে ওঠা, প্রচুর সম্পত্তির তিনি একমাত্র ওয়ারিশ, সেই সম্পত্তির সুযোগ নিয়ে , ২০০৫ সালে স্থানীয় ইন্দ্র শর্মার প্রেমে পড়েন সুজাতা, 2007 সালে বিয়ে হয় তাদের এক ছেলে এবং এক মেয়ে, মেয়ে ঈশিকা দশম শ্রেণীর ছাত্রী ও ছেলে অংশুমান ক্লাস ফোরের ছাত্র।
স্থানীয় সূত্র মারফত খবর গত ১৩ জুলাই মহিলা কাজ করতে বেরিয়েছিলে দমদম পৌরসভা হাসপাতালের সামনে থেকে রিহ্যাব সেন্টারের কর্মীরা তাকে জোর করে তুলে নিয়ে যায় এমনটাই অভিযোগ।