বাংলাদেশে পাচার হওয়ার আগে প্রচুর পরিমানে রুপোর বল উদ্ধার। ভারত-বাংলাদেশ সীমান্তেরসোনাই নদী থেকে প্রচুর রুপার গহনা তৈরি করার রুপোর বল উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ। উত্তর ২৪ পরগনা জেলার বসিহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত- বাংলাদেশ হাকিমপুর সীমান্তের সোনাই নদী থেকে উদ্ধার হয় এই প্রচুর রুপোর গহনা।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত্রে সীমান্ত রক্ষী বাহিনীর ১১২,নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের তল্লাশির সময় এই রুপোর বল উদ্ধার হয়। সীমান্তের সোনাই নদী থেকে ব্যাগভর্তি রুপোর গয়না উদ্ধার হয়। যার ওজন প্রায় ২১, কেজি, বাজারমূল্য প্রায় ২০, লক্ষ টাকা। জ ওয়ানদের প্রাথমিক অনুমান, এগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের।
পাচারের আগে পাচারকারীদের দেখে সন্দেহ হলে সীমান্ত রক্ষী বাহিনীর জ ওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে।সেই সময় ব্যাগভর্তি রুপার গহনা ফেলে পাচারকারী পালিয়ে যায়। এরপর ব্যাগগুলি দেখে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়, ব্যাগ খুলে দেখে প্রচুর রুপার গহনা। এগুলি উদ্ধার করে তেতুলিয়া শুল্ক দফতর হাতে তুলে দেওয়া হয়েছে।
আর ও পড়ুন কাল থেকে কমবে বৃষ্টি, রাজ্যে কবে থেকে নামবে শীতের আমেজ? জানুন
এই ঘটনায় কেউ আটক বা গ্রেফতার হয়নি। এর পিছনে আন্তর্জাতিক পাচারকারী যোগ রয়েছে বলে প্রাথমিক অনুমান সীমান্তরক্ষী বাহিনীর। গোত এই ঘটনার তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী ।
উল্লেখ্য, বাংলাদেশে পাচার হওয়ার আগে প্রচুর পরিমানে রুপোর বল উদ্ধার। ভারত-বাংলাদেশ সীমান্তেরসোনাই নদী থেকে প্রচুর রুপার গহনা তৈরি করার রুপোর বল উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ। উত্তর ২৪ পরগনা জেলার বসিহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত- বাংলাদেশ হাকিমপুর সীমান্তের সোনাই নদী থেকে উদ্ধার হয় এই প্রচুর রুপোর গহনা। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত্রে সীমান্ত রক্ষী বাহিনীর ১১২,নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের তল্লাশির সময় এই রুপোর বল উদ্ধার হয়।
ভারতস-বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে ব্যাগভর্তি রুপোর গয়না উদ্ধার হয়। যার ওজন প্রায় ২১, কেজি, বাজারমূল্য প্রায় ২০, লক্ষ টাকা। জ ওয়ানদের প্রাথমিক অনুমান, এগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের।