পাচারের আগে প্যাঙ্গলিনের আস সহ গ্রেপ্তার এক। বড়সড় সাফল্য,পাচারের আগেই প্যাঙ্গলিনের আস সহ গ্রেপ্তার এক ভুটানের নাগরিক। ভুটান থেকে ভারত হয়ে অন্যদেশে প্যাঙ্গোলিনের আঁশ পাচারের ছক, সেই ছক বানচাল করলো এসএসবি ও বনদপ্তর। ভুটানের এক বাসিন্দাকে গ্রেফতার করল চামুর্চী চেকপোস্টের এসএসবি আধিকারিকরা। ধৃত ব্যাক্তির নাম ধনরাজ প্রধান।
ধৃত ব্যাক্তি ভুটানের সামসি জেলার বাসিন্দা। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে বানারহাট ব্লকের ভারত-ভুটান সীমান্ত চামুর্চী চেকপোস্টে। জানা যায়, চামুর্চী চেকপোস্টে থাকা এসএসবি জওয়ানদের কাছে আগে থেকেই খবর ছিল ভুটানের এক ব্যাক্তি বন্যপ্রাণীর দেহবষেশ নিয়ে ভারতে ঢুকবে। খবর পাওয়া মাত্রই আধিকারিকরা চেকপোস্টে এলাকায় আলাদা আলাদা ভাবে নজর রাখছিলেন চামুর্চী চেকপোস্টে আসা ব্যাক্তিদের উপর।
দুপুরের পর ভারতের চেকপোস্টে আসা ভুটানের এক ব্যাক্তিকে দেখে সন্দেহ হয়। শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ। শেষে তল্লাশি চালালে তার কোমড়ে লুকিয়ে রাখা প্রায় এক কেজির বেশি প্যাঙ্গোলিনের আঁশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, চামুর্চী পুলিশ ফাড়ির ওসি ও বানারহাট রেঞ্জের কর্মীরা।
আরও পড়ুন – নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জেলে সিভিক ভলেন্টিয়ার
উল্লেখ্য, বড়সড় সাফল্য,পাচারের আগেই প্যাঙ্গলিনের আস সহ গ্রেপ্তার এক ভুটানের নাগরিক। ভুটান থেকে ভারত হয়ে অন্যদেশে প্যাঙ্গোলিনের আঁশ পাচারের ছক, সেই ছক বানচাল করলো এসএসবি ও বনদপ্তর। ভুটানের এক বাসিন্দাকে গ্রেফতার করল চামুর্চী চেকপোস্টের এসএসবি আধিকারিকরা। ধৃত ব্যাক্তির নাম ধনরাজ প্রধান। ধৃত ব্যাক্তি ভুটানের সামসি জেলার বাসিন্দা। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে বানারহাট ব্লকের ভারত-ভুটান সীমান্ত চামুর্চী চেকপোস্টে।
জানা যায়, চামুর্চী চেকপোস্টে থাকা এসএসবি জওয়ানদের কাছে আগে থেকেই খবর ছিল ভুটানের এক ব্যাক্তি বন্যপ্রাণীর দেহবষেশ নিয়ে ভারতে ঢুকবে। খবর পাওয়া মাত্রই আধিকারিকরা চেকপোস্টে এলাকায় আলাদা আলাদা ভাবে নজর রাখছিলেন চামুর্চী চেকপোস্টে আসা ব্যাক্তিদের উপর। দুপুরের পর ভারতের চেকপোস্টে আসা ভুটানের এক ব্যাক্তিকে দেখে সন্দেহ হয়। শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ। শেষে তল্লাশি চালালে তার কোমড়ে লুকিয়ে রাখা প্রায় এক কেজির বেশি প্যাঙ্গোলিনের আঁশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী, চামুর্চী পুলিশ ফাড়ির ওসি ও বানারহাট রেঞ্জের কর্মীরা। পাচারের আগে