দিল্লি – পাঞ্জাবের পাটিয়ালার রাজেন্দ্র হাসপাতালে ঘটল এক ভয়াবহ ঘটনা। হাসপাতালের চত্বরে সদ্যোজাত শিশুর মুণ্ডু মুখে নিয়ে ঘুরছিল একটি কুকুর। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের কাছে এই দৃশ্য প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত মানুষজন। মুহূর্তেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। খবর দেওয়া হয় পাটিয়ালা থানায়। হাসপাতালের জন্ম হওয়া শিশুদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং সম্প্রতি মৃত শিশুদের তালিকাও যাচাই করছে পুলিশ। সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বলবীর সিং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশুর মাথা ফরেনসিক টিমের হাতে তুলে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।
হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. বিশাল চোপড়া একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়ে জানিয়েছেন, হাসপাতালের নবজাতক ওয়ার্ডে থাকা সবকটি শিশুই সুরক্ষিত রয়েছে এবং কোনও শিশু নিখোঁজ নয়। সম্প্রতি হাসপাতালে তিনটি নবজাতকের মৃত্যু হয়েছে, তবে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই তাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
ডা. চোপড়া আরও জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাইরের কেউ শিশুর দেহ ফেলে দিয়ে গেছে।” কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে, এবং সাধারণ মানুষের দাবি দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়ার।
