পাটের আড়ালে কাঠ পাচারের ছক বাঞ্চাল। লক্ষ লক্ষ টাকার টিক কাঠ সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম মুবারিক হুসেন (৩০)। হরিয়ানার বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি জটিয়াখালি এলাকা থেকে একটি রাজস্থান নাম্বারের ট্রাককে আটক করে নিউ জলাপাইগুড়ি থানার পুলিশ। তবে ট্রাকটি তল্লাশী চালাতেই প্রথম ধাপে কিছুটা চমকে যান পুলিশ কর্মীরা।
দেখা যায় ট্রাকের ভেতরে বোঝাই করা রয়েছে প্রচুর পাট। নানা প্রয়োজনীয় সামগ্রী তৈরীর কাজে ব্যবহৃৎ সেই পাট ট্রাকে মজুদ রয়েছে। থাকা মুবারক পুলিশ কর্মীদের জানান পাট রপ্তানির উদ্দেশ্যেই যাচ্ছে সে। তবে
ক্ষণিকের ধন্দ্ব কাটতেই পাটে ঢাকা কাঠের অন্তরাল থেকে পর্দা ফাঁস করে ফেলে পুলিশ কর্মীরা। এরপরই পুলিশ কর্মীদের পাট সরাতেই নজরে আসে থরে থরে সাজানো টিক কাঠ। যার কোনো বৈধ কাগজপত্র মেলেনি ট্রাকের সহকারী চালক মুবারিকের কাছে। পুলিশের আভাস পেয়েই ততক্ষনে বেপাত্তা চালক।
আরও পড়ুন- এবার অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণের পথে হাঁটল কেন্দ্র
ট্রাক সমেত বিপুল পরিমান কাঠ বাজেয়াপ্ত করে পুলিশ। ৫০০সিএফটি কাঠ উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বিপুল পরিমান কাঠের আনুমানিক বাজার মূল্য ২৫লক্ষ টাকা। রাজস্থান নম্বরের ট্রাকে করে আসামে থেকে এই বেআইনী কাঠ বোঝাই করা হয় পাচারের উদ্দেশ্যে। আসাম থেকে শিলিগুড়িকে করিডর করে কলকাতা পাচারের উদ্দেশ্য ছিল ধৃতের। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, পাটের আড়ালে কাঠ পাচারের ছক বাঞ্চাল। লক্ষ লক্ষ টাকার টিক কাঠ সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম মুবারিক হুসেন (৩০)। হরিয়ানার বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি জটিয়াখালি এলাকা থেকে একটি রাজস্থান নাম্বারের ট্রাককে আটক করে নিউ জলাপাইগুড়ি থানার পুলিশ। তবে ট্রাকটি তল্লাশী চালাতেই প্রথম ধাপে কিছুটা চমকে যান পুলিশ কর্মীরা।