পাটের জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ দুই প্রতিবেশীর

পাটের জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ দুই প্রতিবেশীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাটের জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ দুই প্রতিবেশীর। আর সেই বিবাদ মেটাতে সালিশি সভা। সেই সালিশি সভায় মারধর, আহত দুই। আহতদের মধ্যে একজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার কালিটোলা বড় বাগান এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহদের নাম বেলাল শেখ ও নাসিরুদ্দিন শেখ।

 

আহত নাসিরুদ্দিন শেখ জানান,তাদের কয়েক বিঘা পাটের জমি আছে। সেই জমিতে কাজ করেন তার ভাই। আমি বাইরে থাকি। কিছুদিন হল বাড়িতে এসেছি। দীর্ঘদিন থেকে পাটের জমিতে আঢ় দেওয়া নিয়ে অভিযুক্ত ফারুক শেখ,হান্নান শেখ,সাইদুর শেখের বিবাদ চলছিলও। সম্প্রতি এই বিবাদ চরম আকার নিলে সমস্ত বিষয় গ্রামের মোরল মাতব্বদের জানায়। এরপর বেলালের বাড়িতে সালিশি সভা বসে। সেই সভায় দুই পক্ষ হাজির হয়। সভার মধ্যে একে অপরের ওপর হাঁসুয়া লাঠি নিয়ে চরাও হয়।

 

ঘটনায় বেলাল ও নাসিরুদ্দিনকে সভার মধ্যে বেধরক মারধর করে ফারুক সহ তার দলবল। এরপর গ্রামের বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে বেলালকে মালদা মেডিক্যালে স্থান্তর করে। গোটা ঘটনায় মানিকচক থানায় আহতদের পক্ষ থেকে ফারুক সহ তিনজনের অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

আরও পড়ুন – বিজেপি করায় ব্যবসায়ীদের দোকান বন্ধের হুমকি!

উল্লেখ্য, পাটের জমিতে আল দেওয়াকে কেন্দ্র করে বিবাদ দুই প্রতিবেশীর। আর সেই বিবাদ মেটাতে সালিশি সভা। সেই সালিশি সভায় মারধর, আহত দুই। আহতদের মধ্যে একজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার কালিটোলা বড় বাগান এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহদের নাম বেলাল শেখ ও নাসিরুদ্দিন শেখ। আহত নাসিরুদ্দিন শেখ জানান,তাদের কয়েক বিঘা পাটের জমি আছে। সেই জমিতে কাজ করেন তার ভাই।

 

আমি বাইরে থাকি। কিছুদিন হল বাড়িতে এসেছি। দীর্ঘদিন থেকে পাটের জমিতে আঢ় দেওয়া নিয়ে অভিযুক্ত ফারুক শেখ,হান্নান শেখ,সাইদুর শেখের বিবাদ চলছিলও। সম্প্রতি এই বিবাদ চরম আকার নিলে সমস্ত বিষয় গ্রামের মোরল মাতব্বদের জানায়। এরপর বেলালের বাড়িতে সালিশি সভা বসে। সেই সভায় দুই পক্ষ হাজির হয়। সভার মধ্যে একে অপরের ওপর হাঁসুয়া লাঠি নিয়ে চরাও হয়।

 

ঘটনায় বেলাল ও নাসিরুদ্দিনকে সভার মধ্যে বেধরক মারধর করে ফারুক সহ তার দলবল। এরপর গ্রামের বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে বেলালকে মালদা মেডিক্যালে স্থান্তর করে। গোটা ঘটনায় মানিকচক থানায় আহতদের পক্ষ থেকে ফারুক সহ তিনজনের অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top