কর্নাটকে পাঠ্যবইতে RSS-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ! বিতর্ক তুঙ্গে

কর্নাটকে পাঠ্যবইতে RSS-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ! বিতর্ক তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কর্নাটকে পাঠ্যবইতে RSS-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ! বিতর্ক তুঙ্গে। এবার বিজেপি শাসিত কর্নাটকে স্কুলের পাঠ্যবইতে পড়ানো হবে Rashtriya Swayamsevak Sangh (RSS)-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ! দশম শ্রেণির পাঠ্যবইয়ে এই ভাষণ অন্তর্ভুক্ত করা হচ্ছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে জায়গা করে নিচ্ছে RSS  প্রতিষ্ঠাতার ভাষণ। জানা যাচ্ছে, রাজ্য সরকারি পাঠ্যসূচিতে দশম শ্রেণির প্রথম ভাষা বিভাগে (কন্নড়ের) এই অন্তর্ভুক্তি করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিক্ষাবিদদের সিদ্ধান্ত অনুসারেই এই পদক্ষেপ করা হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি পাঠ্যবই রিভিশন কমিটির একটি বৈঠক হয় কর্নাটকে। সেই বৈঠকের সভাপতিত্ব করেন রোহিত চক্রতীর্থ। তিনি পেশায় একজন লেখক। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় দশম শ্রেণির পাঠ্যসূচিতে কিছু রদবদল আনা হবে। পুরনো কিছু উপাদান ছেঁটে ফেলে নতুন উপাদান সংযুক্ত করা হবে। সেই মতোই কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হয়।

 

সিলেবাস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পাঠ্যবইয়ের পাঁচ নম্বর অধ্যায় হিসেবে কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ অন্তর্তভুক্ত করা হয়েছে। তার শিরোনাম, ‘নিজবড়া আদর্শা পুরুষা ইয়ারাগাবেকু?’ যার অর্থ হল, ‘কে তোমার প্রকৃত আদর্শ হতে পারে’! ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বই ছাপার কাজও।

আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক

উল্লেখ্য, এবার বিজেপি শাসিত কর্নাটকে স্কুলের পাঠ্যবইতে পড়ানো হবে Rashtriya Swayamsevak Sangh (RSS)-এর প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ! দশম শ্রেণির পাঠ্যবইয়ে এই ভাষণ অন্তর্ভুক্ত করা হচ্ছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে জায়গা করে নিচ্ছে RSS  প্রতিষ্ঠাতার ভাষণ। জানা যাচ্ছে, রাজ্য সরকারি পাঠ্যসূচিতে দশম শ্রেণির প্রথম ভাষা বিভাগে (কন্নড়ের) এই অন্তর্ভুক্তি করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিক্ষাবিদদের সিদ্ধান্ত অনুসারেই এই পদক্ষেপ করা হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি পাঠ্যবই রিভিশন কমিটির একটি বৈঠক হয় কর্নাটকে।

 

সেই বৈঠকের সভাপতিত্ব করেন রোহিত চক্রতীর্থ। তিনি পেশায় একজন লেখক। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় দশম শ্রেণির পাঠ্যসূচিতে কিছু রদবদল আনা হবে। পুরনো কিছু উপাদান ছেঁটে ফেলে নতুন উপাদান সংযুক্ত করা হবে। সেই মতোই কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হয়।
সিলেবাস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পাঠ্যবইয়ের পাঁচ নম্বর অধ্যায় হিসেবে কেশব বলিরাম হেড়গেওয়ারের ভাষণ অন্তর্তভুক্ত করা হয়েছে। তার শিরোনাম, ‘নিজবড়া আদর্শা পুরুষা ইয়ারাগাবেকু?’ যার অর্থ হল, ‘কে তোমার প্রকৃত আদর্শ হতে পারে’! ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বই ছাপার কাজও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top