পাথর প্রতিমার বিধায়ক বহুমুখী ঝড় কেন্দ্রের উদ্বোধন করলেন

পাথর প্রতিমার বিধায়ক বহুমুখী ঝড় কেন্দ্রের উদ্বোধন করলেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পাথর

পাথর প্রতিমার বিধায়ক বহুমুখী ঝড় কেন্দ্রের উদ্বোধন করলেন।  জানা গিয়েছে পাথরপ্রতিমা ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েতে ২২ টি বহুমুখী ঝড় কেন্দ্র আছে। কিন্তু গোপাল নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন বহুমুখী ঝড় কেন্দ্র এতদিন ছিল না। গত আমফান এবং ইয়াসে গোপালনগর এলাকা প্লাবিত হয় এলাকাবাসী সমস্যায় পড়ে যায় আশ্রয় নিতে হয় স্কুলে।

 

বর্তমানে “কাজলা জনকল্যাণ সমিতি”নামে একটি সংস্থা ফ্লাট সেন্টার করার জন্য আগ্রহ প্রকাশ করেন, সেই সংস্থার উদ্যোগে আজ বিমলা স্নেহবালা তপশিলি বিদ্যায়তনে সম্মুখে ফ্লাট সেন্টারের শিলং রস করলেন বিধায়ক সমীর কুমার জানা।

 

বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি হিমাংশু শেখর রাউৎ,দক্ষিণ ২৪  পরগনা জেলা পরিষদের সদস্য মনুশ্রী মণ্ডল প্রমূখ।

 

আর ও পড়ুন     সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

 

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার  পাথর প্রতিমার বিধায়ক বহুমুখী ঝড় কেন্দ্রের উদ্বোধন করলেন।  জানা গিয়েছে পাথরপ্রতিমা ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েতে ২২ টি বহুমুখী ঝড় কেন্দ্র আছে। কিন্তু গোপাল নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন বহুমুখী ঝড় কেন্দ্র এতদিন ছিল না। গত আমফান এবং ইয়াসে গোপালনগর এলাকা প্লাবিত হয় এলাকাবাসী সমস্যায় পড়ে যায় আশ্রয় নিতে হয় স্কুলে।

 

বর্তমানে “কাজলা জনকল্যাণ সমিতি”নামে একটি সংস্থা ফ্লাট সেন্টার করার জন্য আগ্রহ প্রকাশ করেন, সেই সংস্থার উদ্যোগে আজ বিমলা স্নেহবালা তপশিলি বিদ্যায়তনে সম্মুখে ফ্লাট সেন্টারের শিলং রস করলেন বিধায়ক সমীর কুমার জানা। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি হিমাংশু শেখর রাউৎ,দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য মনুশ্রী মণ্ডল প্রমূখ।পাথর প্রতিমার বিধায়ক বহুমুখী ঝড় কেন্দ্রের উদ্বোধন করলেন।  জানা গিয়েছে পাথরপ্রতিমা ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েতে ২২ টি বহুমুখী ঝড় কেন্দ্র আছে। কিন্তু গোপাল নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন বহুমুখী ঝড় কেন্দ্র এতদিন ছিল না। গত আমফান এবং ইয়াসে গোপালনগর এলাকা প্লাবিত হয় এলাকাবাসী সমস্যায় পড়ে যায় আশ্রয় নিতে হয় স্কুলে। বর্তমানে “কাজলা জনকল্যাণ সমিতি”নামে একটি সংস্থা ফ্লাট সেন্টার করার জন্য আগ্রহ প্রকাশ করেন, সেই সংস্থার উদ্যোগে আজ বিমলা স্নেহবালা তপশিলি বিদ্যায়তনে সম্মুখে ফ্লাট সেন্টারের শিলং রস করলেন বিধায়ক সমীর কুমার জানা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top