Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
The future platoon jetty built in the Patharpratima crematorium is also water

পাথরপ্রতিমা শ্মশানঘাটে তৈরি হওয়া পল্টন জেটির ভবিষ্যৎ বিশবাঁও জলে

পাথরপ্রতিমা শ্মশানঘাটে তৈরি হওয়া পল্টন জেটির ভবিষ্যৎ বিশবাঁও জলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পাথরপ্রতিমা

পাথরপ্রতিমা শ্মশানঘাটে তৈরি হওয়া পল্টন জেটির ভবিষ্যৎ বিশবাঁও জলে। পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে ২০১৭ সালে ব্লকের চারটি জায়গায় পল্টন জেটির তৈরীর অনুমোদন হয় সেইমতো প্রস্তুতকারী সংস্থা ২০১৭  সালের মার্চ পাথরপ্রতিমার শ্মশানঘাটে যেটি তৈরির কাজ শুরু করে।

 

তৈরি হয় নিচের বেশ কয়েকটি থাম। সেখানেই কাজের সমাপ্তি প্রস্তুতকারী সংস্থা তল্পিতল্পা গুড়িয়ে চলে যায় রেখে যায় দেখাশোনা করার জন্য একটি সিকিউরিটি গার্ড। আবারো ২০২১ সালের জুন মাসে কাজের জন্য আসে,দুদিন কাজ করে আবারো চলে যায় রেখে যায় সিকিউরিটি  গার্ড,ইতিমধ্যেই কয়েক বছর আগে তৈরি হওয়ার লোহার রডে জং, নষ্টের পথে। প্রস্তুতকারী সংস্থা দেখা নাই। এলাকাবাসীর একটাই প্রশ্ন আদৌ কি তৈরি হবে, পল্টন যেটি আর যদি তৈরি হয় কবে?

 

উল্লেখ্য, পাথরপ্রতিমা শ্মশানঘাটে তৈরি হওয়া পল্টন জেটির ভবিষ্যৎ বিশবাঁও জলে। পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে ২০১৭ সালে ব্লকের চারটি জায়গায় পল্টন জেটির তৈরীর অনুমোদন হয় সেইমতো প্রস্তুতকারী সংস্থা ২০১৭  সালের মার্চ পাথরপ্রতিমার শ্মশানঘাটে যেটি তৈরির কাজ শুরু করে। তৈরি হয় নিচের বেশ কয়েকটি থাম। সেখানেই কাজের সমাপ্তি প্রস্তুতকারী সংস্থা তল্পিতল্পা গুড়িয়ে চলে যায় রেখে যায় দেখাশোনা করার জন্য একটি সিকিউরিটি গার্ড।

 

আর ও পড়ুন     বেলতলিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা 

 

আবারো ২০২১ সালের জুন মাসে কাজের জন্য আসে,দুদিন কাজ করে আবারো চলে যায় রেখে যায় সিকিউরিটি গার্ড,ইতিমধ্যেই কয়েক বছর আগে তৈরি হওয়ার লোহার রডে জং, নষ্টের পথে। প্রস্তুতকারী সংস্থা দেখা নাই। এলাকাবাসীর একটাই প্রশ্ন আদৌ কি তৈরি হবে, পল্টন জেটি আর যদি তৈরি হয় কবে?  তৈরি হয় নিচের বেশ কয়েকটি থাম। সেখানেই কাজের সমাপ্তি প্রস্তুতকারী সংস্থা তল্পিতল্পা গুড়িয়ে চলে যায় রেখে যায় দেখাশোনা করার জন্য একটি সিকিউরিটি গার্ড।

 

আবারো ২০২১ সালের জুন মাসে কাজের জন্য আসে,দুদিন কাজ করে আবারো চলে যায় রেখে যায় সিকিউরিটি  গার্ড,ইতিমধ্যেই কয়েক বছর আগে তৈরি হওয়ার লোহার রডে জং, নষ্টের পথে। প্রস্তুতকারী সংস্থা দেখা নাই। এলাকাবাসীর একটাই প্রশ্ন আদৌ কি তৈরি হবে, পল্টন যেটি আর যদি তৈরি হয় কবে?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top