পানাগরে দুর্ঘটনায় মুখে চার চাকার গাড়ি। শনিবার সকালে পানাগর বুদবুদ থানার অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মুখে চার চাকার গাড়ি। বর্ধমান থেকে একটি চারচাকা গাড়ি পানাগর এর দিকে আসছিল সেই সময় বুদবুদ থানার অন্তর্গত বাইপাসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে ধাক্কা মেরে 3 পাল্টি খেয়ে উল্টে যায় চারচাকা গাড়ি টি। গাড়িতেতে থাকা তিনজনের অবস্থা খুবই গুরুতর সকলকে বুদবুদ থানার পুলিশ গলসী পুরষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুদিন আগেও জাতীয় সড়ক নির্মাণ কাজের জন্য জাম্পার রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল পুরুলিয়া থেকে একটি পুলিশ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে ডাম্পারের পেছনে ধাক্কা মারে এ ঘটনায় একজন মারা যায় দুজন গুরুতর আহত হয় । বারবার জাতীয় সড়কের ধারে এইভাবে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্যই দুর্ঘটনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসনের এই বিষয়ে কোন ভ্রুক্ষেপ নেই । যার জন্য বুদবুদ জাতীয় সড়ক আতঙ্কের রাস্তা হয়ে দাঁড়িয়েছে
শনিবার সকালে পানাগর বুদবুদ থানার অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মুখে চার চাকার গাড়ি। বর্ধমান থেকে একটি চারচাকা গাড়ি পানাগর এর দিকে আসছিল সেই সময় বুদবুদ থানার অন্তর্গত বাইপাসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে ধাক্কা মেরে 3 পাল্টি খেয়ে উল্টে যায় চারচাকা গাড়ি টি। গাড়িতেতে থাকা তিনজনের অবস্থা খুবই গুরুতর সকলকে বুদবুদ থানার পুলিশ গলসী পুরষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুদিন আগেও জাতীয় সড়ক নির্মাণ কাজের জন্য জাম্পার রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল পুরুলিয়া থেকে একটি পুলিশ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে ডাম্পারের পেছনে ধাক্কা মারে এ ঘটনায় একজন মারা যায় দুজন গুরুতর আহত হয় । বারবার জাতীয় সড়কের ধারে এইভাবে গাড়ি দাঁড়িয়ে থাকার জন্যই দুর্ঘটনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসনের এই বিষয়ে কোন ভ্রুক্ষেপ নেই । যার জন্য বুদবুদ জাতীয় সড়ক আতঙ্কের রাস্তা হয়ে দাঁড়িয়েছে। পানাগরে