পানিহাটিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত প্রায় দশ

পানিহাটিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত প্রায় দশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১২ নভেম্বর, পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ঘোলা পুর্বপল্লি এলাকায় বিজেপির কর্মীদের নিয়ে ঘরোয়া মিটিং করে বের হবার সময় দুস্কৃতিদের হাতে আক্রান্ত হয় বিজেপির উত্তর শহর জেলা সভাপতি কিশোর কর এবং তার গাড়ির চালক।

সোমবার রাতে বিজেপি কর্মীরা একটি সভা আয়োজন করেছিল। সভা শেষ হওয়ার পর তারা যখন বাইরে বেড়োয় হঠাৎ  কয়েকজন দুস্কৃতি তাদের উপর হামলা চালায়। ঘটনায় উত্তর শহর জেলা সভাপতি কিশোর কর এবং তার গাড়ির চালক গুরুতরভাবে আহত হয়। এরপর তারা ঘোলা থানায় অভিযোগ করতে এলে, সেখানে পুলিশ এবং তৃনমুল কর্মীদের সাথে সংঘর্ষ বেধে যায়। যার ফলে ঘোলা এবং মধ্যম গ্রাম রোড বন্ধ থাকে ভোর রাত সাড়ে তিন টা পর্যন্ত। এই ঘটনা মাঝরাত পর্যন্ত গড়ায়। ঘটনায় তিন চারটি রাউন্ড গুলি চলে বলে অভিযোগ ।

উক্ত ঘটনায় পরিতোষ বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর পায়ে গুলি লাগে । তাকে প্রথমে সাগর দত্ত স্টেট জেনারেল হাপাতালে ও পরে অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে দাবি বিজেপি কর্মীদের। এই বিজেপি তৃণমূল সংঘর্ষ এ উভয় পক্ষের আহতের সংখ্যা প্রায়  জনদশেক। এলাকায় এখনও উত্তজনা থাকায় পুলিশী টহল চলছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top