পানীয় জলের দাবিতে বালতি হাতে মহিলাদের বিক্ষোভ

পানীয় জলের দাবিতে বালতি হাতে মহিলাদের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পানীয় জলের দাবিতে বালতি হাতে মহিলাদের বিক্ষোভ। পরিশ্রুত পানীয় জলের দাবিতে বালতি হাতে বিক্ষোভ মহিলাসহ গ্রামবাসীদের। অভিযোগ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য ট্যাপকল বসানো হলেও নিয়মিত পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না গ্রামবাসীরা। আর্সেনিক যুক্ত টিউবয়েলের জল পান করতে হচ্ছে এর ফলে গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন রকমের অসুখ দেখা দিচ্ছে। তাই শুক্রবার সকাল থেকেই গ্রামের মহিলারা বালতি হাতে বিক্ষোভে নেমে পড়েন।

 

ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে।অভিযোগ উঠেছে দৌলতপুর পি এইচ ই পাম্প চালক মহম্মদ আনারুল হকের বিরুদ্ধে। এই নিয়ে গ্রামবাসীরা পাম্প চালক আনারুল হকের বিরুদ্ধে চাঁচল মহকুমা জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের নিকট অভিযোগ দায়ের করেছেন।
গ্রামবাসীদের অভিযোগ,পাম্প চালক আনারুল হক সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনিয়মিত ভাবে জল সরবরাহ করছে।সরকারি নির্দেশিকায় দিনে তিন বার জল দেওয়ার কথা থাকলেও ওই পাম্প চালক দিনে এক থেকে দুই বার জল দেয়।যেদিন বিদ্যুৎ থাকে না সেদিন জল সরবরাহ পুরোপুরি বন্ধ থাকে।

 

পাম্প চালিয়ে আগে থেকে ট্যাংকেও জল মজুত রাখে না। তাদের আরো অভিযোগ তাদের চোখের আড়ালে ছাদ ঢালাইয়ের কাজে সেই পরিশ্রুত জল ব্যবহার করা হচ্ছে। পাম্প চালক কে বলতে গেলেই হুমকির মুখে পড়তে হয়।
যদিও পাম্প চালক আনারুল হক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন।তিনি জানান, সরকারি নিয়মানুযায়ী দিন তিন বার জল দেওয়া হয়।

আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা

তবে তার এলাকার ২৫-২৬ কিলোমিটারের মধ্যে ৫-৭ কিলোমিটার পাইপ লাইন বসানো হয়েছে। বর্তমানে কাজ চলছে।যেদিন পাইপ লাইন বসানোর কাজ চলে সেদিন জল সরবরাহ বন্ধ রাখতে হয়। জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের চাচল অফিস সূত্রে জানা গেছে, ঐ এলাকা থেকে অভিযোগ জমা পড়েছে এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top