পানীয় জলের সমস্যা নিয়ে নাগরিকদের মধ্যে বাড়ছে ক্ষোভ

পানীয় জলের সমস্যা নিয়ে নাগরিকদের মধ্যে বাড়ছে ক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শহরে পানীয় জলের সমস্যা নিয়ে নাগরিকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। অভিযোগ, বেশ কিছু এলাকায় জলের কল দিয়ে করছে ঘোলা জল। শুধু তাই নয় পাশাপাশি একাধিক এলাকার পানীয় জলের কল থেকে পরিষেবা মিলছে না। এই সমস্ত অভিযোগে ইতিমধ্যে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন নাগরিকেরা। যদিও বা শিলিগুড়ি পূরনিগম পরিষেবা না মেলার কথা মেনে নিলেও জলের মান নিয়ে অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি শহরের জলের গুণগতমান যথেষ্ট ভালো।

ভারী বৃষ্টিপাতের কারনে কয়েকদিন আগে শহরের মহাকাল পল্লী গ্যাস গোডাউন চার্চ রোড এলাকায় পুরো নিগমের কল দিয়ে ঘোলা জল বের হয় এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের একাংশে এ নিয়ে অভিযোগ প্রকাশ করেন। পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই পানীয় জলের পরিষেবা নিয়ে রাস্তায় নেমেছে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। চার নম্বর ওয়ার্ডে গত তিন দিন ধরে পানীয় জলের পরিষেবা মিলছে না। তীব্র তাপদাহে জল না পেয়ে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ।

 

পুরনিগমের জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন, ভারী বৃষ্টির পর বিভিন্ন এলাকায় পানীয় জলের কল ও লাইন পরিশোধ করা হয়েছে। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের অস্বাভাবিক কিছুই মেলেনি। বিশেষজ্ঞরা পুরনিগমের সরবরাহ করার জলের গুণগত মান নিয়ে প্রশ্নও তোলেন নি। শুধু জলের মান নয় অনেক এলাকাতে নিয়মিত পানীয় জল মিলছে না বলেও নাগরিক অভিযোগ করছেন।

আরও পড়ুন – পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত, হুঁশিয়ারি দেবদাস মন্ডলের

৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শোভা রানী ঝা জানান, গত তিন দিন ধরে পানি বন্ধ রয়েছে।গ্রীষ্মকালে হঠাৎ করে জল বন্ধ হয়ে যাওয়ায়। অন্যের বাড়ি থেকে জল আনতে হচ্ছে।এর পরও না কাউন্সিলর, না অন্য কেউ সমস্যা মেটাতে এসেছে। আজ একটি পানীয় জলের ট্যাঙ্কার দেওয়া হয়েছে।কিন্তু তা থেকেও সবাই পানীয় জল পায়নি।

 

ওয়ার্ড কাউন্সিলর বিবেক সিং জানান, তিনিও আগে পানীয় জল বন্ধের খবর পাননি।পাইপ লাইনের কাজের কারণে ৪ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা হয়েছে। তবে এই গরমে মানুষের পানীয় জলের সমস্যা হওয়ার কথা নয়। এ জন্য একটি পানির ট্যাঙ্কার পাঠানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top