বে-আইনি বালি কারবারের মূল পান্ডা গ্রেফতার ।বে-আইনি বালি কারবারের বেতাজ বাদশা পারভেজ সিদ্দিকীকে গ্রেপ্তার করলো আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর। শনিবার বিহারের পাটনা থেকে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা পারভেজকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
আজ রবিবার সকালে পারভেজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তার ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও বীরভূম সহ একাধিক জায়গায় অবৈধভাবে বালিঘাট চালাত, প্রায় কয়েক শ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ আছে পারভেজ সিদ্দিকীর বিরুদ্ধে।
আর ও পড়ুন অমিতাভ বচ্চনকে টেক্কা দিলো মুর্শিদাবাদের এই যুবক !
দুর্গাপুরের নঈমনগরের বাসিন্দা পারভেজ সিদ্দিকী অতি সাধারণ এক যুবক।প্রথমে কাঁকসার একটি বালিঘাট সে চালাত।তারপরে ফুলে ফেঁপে ওঠে এই পারভেজ সিদ্দিকী। কাঁকসা,ফরিদপুর, অন্ডাল,পান্ডবেশ্বর থানা এলাকায় অজয় ও দামোদরে অবৈধ বালি ঘাট থেকে বালি তুলে তা রাজ্যের বিভিন্ন জেলায় পাঠাত।বর্তমানে নামে বেনামে প্রচুর সম্পত্তির মালিক এই পারভেজ সিদ্দিকী।
দুর্গাপুরের বহু জায়গায় সে বেনামে জমি কিনে রেখেছে বলেও সুত্র মারফত জানা যাচ্ছে।আপাতত পারভেজ সিদ্দিকীর ১৪ দিনের পুলিশি হেফাজতে আর কার কার নাম উঠে আসে সেটাও দেখার।
উল্লেখ্য, বে-আইনি বালি কারবারের মূল পান্ডা গ্রেফতার ।বে-আইনি বালি কারবারের বেতাজ বাদশা পারভেজ সিদ্দিকীকে গ্রেপ্তার করলো আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর। শনিবার বিহারের পাটনা থেকে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা পারভেজকে গ্রেপ্তার করে নিয়ে আসে। আজ রবিবার সকালে পারভেজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
বিচারক তার ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও বীরভূম সহ একাধিক জায়গায় অবৈধভাবে বালিঘাট চালাত, প্রায় কয়েক শ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগ আছে পারভেজ সিদ্দিকীর বিরুদ্ধে। দুর্গাপুরের নঈমনগরের বাসিন্দা পারভেজ সিদ্দিকী অতি সাধারণ এক যুবক।প্রথমে কাঁকসার একটি বালিঘাট সে চালাত।তারপরে ফুলে ফেঁপে ওঠে এই পারভেজ সিদ্দিকী। কাঁকসা,ফরিদপুর, অন্ডাল,পান্ডবেশ্বর থানা এলাকায় অজয় ও দামোদরে অবৈধ বালি ঘাট থেকে বালি তুলে তা রাজ্যের বিভিন্ন জেলায় পাঠাত।বর্তমানে নামে বেনামে প্রচুর সম্পত্তির মালিক এই পারভেজ সিদ্দিকী।