পান্ডারাও খুব আদর পেতে ভালোবাসে, জানেন কী?

পান্ডারাও খুব আদর পেতে ভালোবাসে, জানেন কী?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৫ জানুয়ারি, পান্ডার কথা বলতে গেলে মনে পরে সেই গোলগাল প্রাণীটার কথা।সাদা-কালো এই দুই রঙের গোলগাল প্রাণীটি সকলের কাছে খুবই আদুরে।তাদের গায়ে হাত দিলে স্পঞ্জের মতোই সফ্ট অনুভূতি হয়। আর কাছে পেলে বুকে জড়িয়ে আদর করতে ইচ্ছে হয়।তবে কি শুধু আমাদেরই ইচ্ছা করে আদর করতে? পান্ডাদেরও ইচ্ছা করে আদর করতে ও আদর পেতে।আর সেই দৃশ্যই ফুটে উঠল এক ভিডিওতে।

সম্প্রতি চিনে এটি ঘটতে দেখা যায়।সাদা বরফে দুই পান্ডা খেলে বেড়াচ্ছে।একে অপরকে আদর করে গড়াগড়ি খাচ্ছে বরফের মধ্যে।কেউই কাউকে ছাড়তে না।বেশ অনেক্ষন একই ভাবে খেলতে দেখা গেল সেই দুই-পান্ডাকে, কখনও বরফের উপর আবার কখনও গাছের উপর উঠে খেলছে তারা।বরফে আমরা যেমন মজা করি ঠিক তেমন তারাও মজে আছে সেই বরফে খেলতে। সেই দুষ্টু-মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল।পোস্ট করা মাত্র বহু মানুষ সেটি লাইক ও শেয়ার করেন।আর করবে নাই বা কেন? এমন মিষ্টি পান্ডা গুলোকে এরম ভাবে খেলতে কি সবসময় দেখা যায়!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top