পাম্পে সিএনজি গ্যাস অমিল। বন্ধ দুর্গাপুরের অটো পরিষেবা

পাম্পে সিএনজি গ্যাস অমিল। বন্ধ দুর্গাপুরের অটো পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২৮ শে জুন:বন্ধ অটো পরিষেবা, পাম্পে সিএনজি গ্যাস অমিল। বন্ধ শিল্প অঞ্চল দুর্গাপুরের অটো পরিষেবা। চরম ভোগান্তিতে অফিস যাত্রী থেকে আমজনতা। সমস্যা সমাধানে নেই প্রশাসনের কোনো হেলদোল। ক্ষোভ অটোচালকদের মধ্যে*।
দুর্গাপুর রেল স্টেশন, সিটি সেন্টার বাস স্ট্যান্ড কিংবা বিধান নগরের মহকুমা হাসপাতাল সব জায়গাতে একই রকম চিত্র। সকাল থেকে হঠাৎই বন্ধ দুর্গাপুরের লাইফ লাইন হিসেবে পরিচিত অটো পরিষেবা। বর্ষার মৌসুমে সিএনজি গ্যাসের পর্যাপ্ত পরিমাণে সরবরাহ না থাকায় চরম বিপাকে পড়েছে দুর্গাপুরের অটো চালকরা।

নিজেদের রুজি রোজগারের উপর নির্ভর শীল সংসারে এখন অর্থের যোগান দেওয়াই ভার। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছে পথ চলতি সাধারন মানুষ। নিত্যদিনের কাজে বেরোনো এলাকাবাসী কিংবা হাসপাতলে যাওয়ার জন্য অটো ধরতে আসা মুমূর্ষু রোগী কেউই পৌঁছাতে পারছে না তার নির্দিষ্ট গন্তব্য স্থলে। বেসরকারী কলেজ পড়ুয়া অথবা স্কুলের ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছে না তাদের স্থানে। সমস্যা কবে মিটবে তা নিয়ে সন্দিহান খোদ অটো চালকরা। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top