অভিনেত্রী পায়েলের এই ছবি দেখেই কুপোকাত ফ্যানেরা। এবছরের পুজোয় ট্রেন্ড কী? কোনটা পরলে সবার থেকে একটু আলাদা লাগবে, এইসব ভেবেই দোকানে যাচ্ছেন অনেকে। তার আগে অবশ্য প্রিয় অভিনেত্রীর প্রোফাইল ঘেঁটে দেখে নিচ্ছেন একটু তাই না? পুজোয় সেলিব্রিটি লুক আনতেই হবে! তার জন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলেছন।
এদিকে অভিনেত্রীরাও তাঁদের ব্র্যান্ডের ফটোশুট শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করছেন। রবিবার ইনস্টাগ্রামে নায়িকা পায়েল সরকার এমন একটি ছবি পোস্ট করলেন যা নজর কেড়ে নিয়েছে নেট নাগরিকদের।
আর ও পড়ুন বিজেপি–র রাজ্য সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে, কে হলেন নতুন সভাপতি ?
সেই ছবিতে দেখা যাচ্ছে, নায়িকার উন্মুক্ত পিঠ। পরেছেন সাদা লাল শাড়ি, কোঁকড়ানো চুল, নাকে বড় নাকছাবি, হাতে গলায় সোনালি রঙের গয়না, কপালে লাল টিপ। ক্যাপশনে লেখেন ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে , আমার নামটি লিখো …’ । সমস্ত নায়িকাদের থেকে একটু আলাদা তিনি। তাঁর রূপের তেজ, মৃদু হাসি সকলের মনে জায়গা করে নেয়।
লাইক, কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। পায়েলের প্রতি ভালবাসা দেখিয়েছেন কমেন্টের মাধ্যমে। একই সঙ্গে প্রকাশ্যে বিয়ের প্রস্তাবও দিয়েছেন নায়িকাকে। অবশ্য নিন্দুকেরাও ছাড়েননি পায়েলকে। পলিটিক্যাল দিক তুলে বলেছেন, তিনি এখনও বিজেপিতে আছেন নাকি তৃণমূলে যোগ দিলেন। যদিও পায়েল নিন্দুকদের কমেন্ট তিনি এড়িয়ে যান বরাবরই।
উল্লেখ্য, রবিবার ইনস্টাগ্রামে নায়িকা পায়েল সরকার এমন একটি ছবি পোস্ট করলেন যা নজর কেড়ে নিয়েছে নেট নাগরিকদের। সেই ছবিতে দেখা যাচ্ছে, নায়িকার উন্মুক্ত পিঠ। পরেছেন সাদা লাল শাড়ি, কোঁকড়ানো চুল, নাকে বড় নাকছাবি, হাতে গলায় সোনালি রঙের গয়না, কপালে লাল টিপ। ক্যাপশনে লেখেন ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে , আমার নামটি লিখো …’ । সমস্ত নায়িকাদের থেকে একটু আলাদা তিনি। তাঁর রূপের তেজ, মৃদু হাসি সকলের মনে জায়গা করে নেয়।