নিজস্ব সংবাদদাতা ১৭ মার্চ ২০২১পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম: বুধবার ঝাড়গ্রাম এর গোপীবল্লভপুর এর সভার মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার পায়ের আঘাতে নিয়ে বিজেপি কে অভিযোগে করেন। এবং তিনি এও বলেন ‘আমাকে সবসময় মারত’ এর আগে সিপিএম আমাকে মারত , এখন বিজেপি মারছে। তিনি এও বলেন সিপিএমের হার্মাদ গুলোই বিজেপির ওস্তাদ হয়েছে।
এদিন ওই চেয়ারে বসে বক্তৃতা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আমার মাথা চুরমার করে দিয়েছিল, চোখে কাচ ঢুকিয়ে অপারেশন করতে বাধ্য করেছিল, আমায় কোমরে বেল্ট পরতে হয়, আমাকে হাতে মেরেছে ,আমাকে পেটে মেরেছে, শুধু বাকি ছিল পা। সর্বশেষ আমার পায়ে আঘাত করলো। পায়ে আঘাত করলে মানুষ দাঁড়াতে পারে না। কিন্তু আমি আমার লক্ষ লক্ষ মা-বোনের পায়ে ভর দিয়ে দাঁড়াবো ঝারগ্রাম এর গোপীবল্লভপুর এর সভামঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন…শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম তিথি উপলক্ষেশুরু হয়ে গেল ইসকনের নবদ্দীপ মন্ডল পরিক্রমা