পারলালপুরে গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে জেলাশাসক। পারলালপুরে গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে গেলেন মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া। শনিবার কালিয়াচক ৩নং ব্লকের পারলালপুরে গঙ্গা ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা শাসক। কথা বলেন সাধারণ মানুষের সাথে। জনসাধারণের সমস্যার কথা মাথায় রেখে এলাকায় পানীয়ে জল, শৌচালয় ও আলোর ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। এমনকি পারদেওনাপুর ঘাট দিয়ে যাত্রীবাহী নৌকা চলাচলের জন্য ফেরি ঘাটের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দেন।
ভাঙন প্রতিরোধের কাজ শীঘ্রই শুরু হবে, উপস্থিত মানুষের সামনে এমনই বার্তা দেন মালদহ জেলাশাসক। উপস্থিত ছিলেন মালদহ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী, বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। ইতিমধ্যেই গঙ্গা ভাঙ্গনে তলিয়ে গেছে পাললালপুর এলাকার প্রায় ২০০মিটার এলাকা।সেচ দফতর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন – পদ্মা পারের হাওয়ায় উত্তাল গঙ্গা পারের কলকাতা
২০১৬ সাল থেকে গঙ্গা ভাঙ্গনে পারলালপুর, পারদেওনাপুর শোভাপুর, পারঅনুপ নগর, পারপড়ান পাড়া, গোলাপ মন্ডল পাড়ার প্রায় চার শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। আশ্রয় নিয়েছে অন্যত্র।বারবার রাজ্য সরকার গঙ্গা ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। কিন্তু গঙ্গা ভাঙ্গন নিয়ে উদাসীন কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ২০১৬ সাল থেকে ২০২২ পর্যন্ত গঙ্গা ভাঙ্গনে সর্বহারাদের তালিকা প্রস্তুত করার এদিন নির্দেশও দেন জেলা শাসক। এসিন মালদহ জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া জানান, ভাঙন কবলিত এলাকায় পানীয় জল শৌচালয় তৈরি করা হবে। লাইটের ব্যবস্থাও করা হচ্ছে। গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের কাজ করা হয়েছে। ফেরিঘাটের সংস্কার ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।