নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ০৬.১১.২০১৯,পারিবারিক অশান্তির জেরে স্ত্রী কে গুলি করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সুতি থানার শোভার ঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৯.৩০নাগাদ স্বামী ও স্ত্রী এর মধ্যে বচসা শুরু হয়। পরে অশান্তি চরমে উঠলে রাগের বশে স্বামী বাড়ি্র মধ্য থেকে পিস্তল নিয়ে স্ত্রী নুরজাহান বিবির চোখে গুলি করে। ঘটনা স্থলেই মারা যান নুরজাহান বিবি।
খবর পেয়ে স্থানীয়রা এলে দেখতে পায় মাটিতে পড়ে আছেন নুরজাহান এর মৃতদেহ। তবে স্বামী সহ শ্বশুবাড়ির কোনও লোকজন সেখানে ছিলনা। এলাকাবাসীদের মতে ঘটনার পরই সুজোগ বুঝে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। নুরজাহানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।