পারিবারিক অশান্তির জেরে অ্যাসিড হামলার শিকার এক গৃহবধু ও তাঁর সন্তান। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার জাফর নগর এলাকায়। আক্রান্ত গৃহবধুর নাম সোমা দাস।বয়স ২৬ বছর l ঘটনার পর থেকে পালিয়ে গেলেও ওই মহিলার অভিযুক্ত স্বামী তপন দাসকে পুলিশ গ্রেফতার করেছে l আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ।অভিযোগ, বিয়ের পর থেকেই প্রায়সই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত তপন। অভিযোগ, মঙ্গলবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে সোমাকে আবার মারধর শুরু করে তপন। সোমা তার প্রতিরোধ করলে স্ত্রীকে ফের মারতে থাকেন l চুলের মুটি ধরে মারার সময় স্ত্রীর দুই হাতে অ্যাসিড ঢেলে দেয় স্বামী তপন। এতে সোমার দুই হাত পুড়ে যায়। আহত হয় তাদের এক সন্তানও। সোমা দাসের অভিযোগ ,’আমার স্বামী রোজ মদ খেয়ে এসে আমাকে মারধর করে lমঙ্গলবার রাতেও মারধর করছিল l আমার চুলের মুটি ধরে আমার মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার চেষ্টা করে l আমার কোলে ছিল সাড়ে তিন বছরের মেয়ে l আমি স্বামীকে হাত দিয়ে ঠেকাতে যাই l তখন আমার দুই হাতে অ্যাসিড ঢেলে দেয় l মেয়ের পায়ে অ্যাসিড লাগে । আমার মা ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ l
পারিবারিক অশান্তির জেরে অ্যাসিড হামলার শিকার এক গৃহবধু ও তাঁর সন্তান
পারিবারিক অশান্তির জেরে অ্যাসিড হামলার শিকার এক গৃহবধু ও তাঁর সন্তান
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram