হরিয়ানা – হরিয়ানার গুরুগ্রামের বাজঘেরায় বৈবাহিক কলহের জেরে ২৪ বছরের এক যুবক তার ১০ বছরের নাবালিকা শ্যালিকাকে হত্যা করে মৃতদেহ ম্যানহোলে ফেলে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পালাম বিহার থানার এসএইচও বিজেন্দর সিং জানান, “সন্দেহভাজনের ইঙ্গিতে ম্যানহোল থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়া মেয়েটির দেহ উদ্ধার হয়েছে।”শনিবার নিখোঁজ হওয়া শিশুটির বাবা সোমবার অভিযোগ দায়ের করেন। তদন্তে জানা যায়, বিহারের মুঙ্গেরের বাসিন্দা এই যুবক মোটরসাইকেলে করে মেয়েটিকে তার ঘরে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মৃতদেহটি ১.৫ কিলোমিটার দূরে ম্যানহোলে ফেলে দেয়। পুলিশ জানায়, স্ত্রীর সঙ্গে ছয় বছরের দাম্পত্যে ঝামেলার জেরে প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড। সন্দেহভাজন দুই মাস আগে শাশুড়িকেও হত্যার চেষ্টা করেছিল।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানান, “মেডিকেল বোর্ড যৌন নির্যাতনের বিষয়টিও পরীক্ষা করবে।” এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া। পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।
