নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ ২৪ পরগনা :- পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সালিশি সভায় চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ ৩। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা এলাকার শংকরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আমিরপুরের। স্থানীয় সূত্রে জানা যায়, ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা মোতালেব মীর ও আরফান মীর এর মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল। এদিন দুপুরে সালিশি সভা শুরু হয় গ্রামে , সভা শুরু হতেই হঠাৎই এলোপাথাড়ি গুলি চলতে থাকে দুই পক্ষের মধ্যে। ঘটনায় গুলিবিদ্ধ হন সালিশি সভায় আসা তিন ব্যক্তি বাসার মির (২৮),রফিকুল মির (২৬) আসাদুল কয়াল( ৩২)। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আহতদের কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা , মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার পর থেকে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। তবে ঘটনায় বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র এমনকি পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলে দাবি আহতদের।
পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সালিশি সভায় চলল গুলি।
পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সালিশি সভায় চলল গুলি।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram