বন্ড নিয়ে অভিযোগ উঠল আলিপুরদুয়ার পারোকাটা এলাকার এক হিমঘরের বিরুদ্ধে। হিমঘর কতৃপক্ষ বণ্ড নিয়ে দূর্নীতি করছে । সাধারণ জনগণ রাত থেকে দাড়িয়ে বণ্ড পাচ্ছেনা আর বড় বড় ব্যবসায়ীরা পাইকাররা ঘড়ে বসে বণ্ড পেয়ে যাচ্ছে এই অভিযোগ উঠল আলিপুরদুয়ার পারোকাটা এলাকার এক হিমঘরের বিরুদ্ধে।
হিমঘরে আলুর বণ্ডের দাবিতে বিক্ষোভ দেখালো জনগণ । বণ্ড পাবার আশায় প্রবল কনকনে ঠাণ্ডার মধ্যে রাত থেকে দাড়িয়ে রয়েছে জনগণ । ঘটনাটি আলিপুরদুয়ার জেলার পারোকাটা এলাকায়। এই পারোকাটা এলাকায় ঋদ্ধিসিদ্ধি হিমঘরে প্রতিদিন ২৫০ জনকে ৫০ প্যাকেট করে আলুর বণ্ড দেওয়া হচ্ছে আর এই বণ্ড পেতে রাত দুটো কেউ তিনটে কেউবা চারটে থেকে লাইনে দাড়িয়েছে। এই হাড়কাঁপুনি ঠাণ্ডার মধ্যে রাত থেকে লাইনে দাড়িয়ে ও বণ্ড মিলছে অনেককে ।
সোমবার আলুর বণ্ডের দাবিতে বিক্ষোভ দেখায় অনেকে পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে ।
জনগণের অভিযোগ আমরা ৫০ প্যাকেট বণ্ডের জন্য প্রতিদিন লাইনে দাড়াচ্ছি আর বড় বড় মার্চেন্টের বাড়ি বাড়ি বণ্ড পৌছে যাচ্ছে । কৃষকদের আরো অভিযোগ এই কোল্ড স্টোরেজ বণ্ড নিয়ে দূর্নীতি করছে। যদিও হিমঘরের ম্যানেজার রাজীব দে জানান নিয়মাবলী মেনে বণ্ড দেওয়া হচ্ছে।
আর ও পড়ুন সিঙ্গুরে টাটা ন্যানো কারখানার জায়গায় হতে চলেছে শেষমেশ মাছের ভেড়ি
উল্লেখ্য, হিমঘর কতৃপক্ষ বণ্ড নিয়ে দূর্নীতি করছে । সাধারণ জনগণ রাত থেকে দাড়িয়ে বণ্ড পাচ্ছেনা আর বড় বড় ব্যবসায়ীরা পাইকাররা ঘড়ে বসে বণ্ড পেয়ে যাচ্ছে এই অভিযোগ উঠল আলিপুরদুয়ার পারোকাটা এলাকার এক হিমঘরের বিরুদ্ধে। হিমঘরে আলুর বণ্ডের দাবিতে বিক্ষোভ দেখালো জনগণ । বণ্ড পাবার আশায় প্রবল কনকনে ঠাণ্ডার মধ্যে রাত থেকে দাড়িয়ে রয়েছে জনগণ । ঘটনাটি আলিপুরদুয়ার জেলার পারোকাটা এলাকায়।
এই পারোকাটা এলাকায় ঋদ্ধিসিদ্ধি হিমঘরে প্রতিদিন ২৫০ জনকে ৫০ প্যাকেট করে আলুর বণ্ড দেওয়া হচ্ছে আর এই বণ্ড পেতে রাত দুটো কেউ তিনটে কেউবা চারটে থেকে লাইনে দাড়িয়েছে । এই হাড়কাঁপুনি ঠাণ্ডার মধ্যে রাত থেকে লাইনে দাড়িয়ে ও বণ্ড মিলছে অনেককে । সোমবার আলুর বণ্ডের দাবিতে বিক্ষোভ দেখায় অনেকে পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে । জনগণের অভিযোগ আমরা ৫০ প্যাকেট বণ্ডের জন্য প্রতিদিন লাইনে দাড়াচ্ছি আর বড় বড় মার্চেন্টের বাড়ি বাড়ি বণ্ড পৌছে যাচ্ছে । কৃষকদের আরো অভিযোগ এই কোল্ড স্টোরেজ বণ্ড নিয়ে দূর্নীতি করছে । যদিও হিমঘরের ম্যানেজার রাজীব দে জানান নিয়মাবলী মেনে বণ্ড দেওয়া হচ্ছে।