দিল্লি – দিল্লির নিজামুদ্দিন এলাকায় গাড়ি পার্কিং নিয়ে তীব্র বিবাদের জেরে নিহত হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যেখানে ৪২ বছর বয়সি আসিফকে ধারালো ছুরি দিয়ে একাধিকবার কোপানো হয়। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
নিহত আসিফ কুরেশির পারিবারিকভাবে মুরগির মাংসের ব্যবসা ছিল। তাঁর দুই স্ত্রী রয়েছে। প্রতিবেশীদের মতে, তিনি আগে থেকেও পার্কিং সংক্রান্ত বিভিন্ন বিবাদে জড়িয়েছিলেন। ঘটনার দিন রাত ১০টা নাগাদ আসিফ বাড়ির সামনে রাখা একটি বাইক সরানোর অনুরোধ করেন দুই যুবককে। প্রথমে সামান্য কথাকাটির পর তারা সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে ফের ফিরে এসে বচসা শুরু করে এবং আচমকাই ছুরি দিয়ে আক্রমণ চালায়।
আসিফের প্রথম স্ত্রী শাহিন জানান, একটি বাইক সরানো নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছিল। কিছুক্ষণ পর তারা ফিরে এসে আসিফকে ছুরি দিয়ে একাধিকবার কোপায়, ফলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি চোখের সামনে ঘটে গেলেও কাউকে সময়মতো ডাকা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ আসামীদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত হুমা কুরেশির তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
