কলকাতা – বর্ষার শুরুতেই কলকাতার পার্ক স্ট্রিটে নেমে এল ভয়াবহ ধস, যা ফের শহরের রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। শনিবার রাতে অ্যালেন পার্ক সিগন্যালের কাছে হঠাৎই একটি বিশাল গর্ত তৈরি হয়, যার গভীরতা একজন মানুষের কোমর পর্যন্ত পৌঁছনোর মতো। সৌভাগ্যবশত ঘটনার সময় যান চলাচল কম থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা এড়ানো গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই জায়গায় ছোট একটি গর্ত হয়েছিল, যা সাময়িকভাবে মেরামত করা হলেও এবার তা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এই ঘটনা আবারও কলকাতা পুরসভার রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, গঙ্গার নরম মাটি এবং টানা বৃষ্টির কারণে রাস্তা মেরামতের কাজ কঠিন হয়ে পড়ছে। তবে পার্ক স্ট্রিটের ধস সেই অজুহাতের সীমা ছাড়িয়ে গিয়ে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় নাগরিক নিরাপত্তার বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
